বিকাশে টাকা পাঠানোর নিয়ম ২০২৫

বিকাশে টাকা পাঠানোর নিয়ম খুঁজছেন? তাহলে আজকের বিকাশে সেন্ড মানি করার নিয়ম পোস্টটি আপনার জন্য প্রযোজ্য। 
বিকাশে টাকা পাঠানোর নিয়ম
অনেকে সার্চ করে থাকেন বিকাশে টাকা পাঠানোর নিয়ম জানতে চাই। আজকের লেখায় আমরা তাদের জন্য তথ্য দিব। 

বিকাশে টাকা পাঠানোর নিয়ম | বিকাশ টাকা পাঠানোর নিয়ম

বিকাশে টাকা পাঠানোর নিয়ম যারা জানেন না তাদের জন্য আজকে আলোচনা করব। বিকাশে মূলত আপনি দুইটি পদ্ধতি অনুসরণ করে টাকা পাঠাতে পারবেন। আমরা বাটন ফোনে বিকাশে টাকা পাঠানোর নিয়ম ও বিকাশ অ্যাপ ব্যবহার করে সেন্ড মানি করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তুলে ধরব। প্রথম ব্যবহার করে কিভাবে বিকাশে টাকা পাঠাতে হয় সেটি জানা যাক। 

১। প্রথমে আপনার মোবাইলে ডায়াল প্যাড এ গিয়ে *২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান। 

২। এখন আপনি “সেন্ড মানি” অপশনটি সিলেক্ট করুন। 

৩। এবার আপনি যে বিকাশ নম্বরে টাকা পাঠাতে চান সেই একাউন্ট নাম্বারটি টাইপ করুন। 

৪। এখন আপনার টাকার পরিমাণ লিখুন। বিকাশে সর্বনিম্ন ও সর্বোচ্চ সেন্ড মানি সম্পর্কে আমরা পরে বলছি।

৫। এখন আপনি চাইলে লেনদেনের একটি রেফারেন্স বা তথ্যসূত্র দিতে পারেন। এক্ষেত্রে আপনি একটি শব্দের বেশি ব্যবহার করবেন না। তাছাড়া স্পেস এবং বিশেষ অক্ষর (যেমনঃ দাড়ি, কম, হাইফেন, সেমিকোলন ইত্যাদি) এর ব্যবহার এড়িয়ে চলুন। রেফারেন্স বা তথ্য সূত্র কি সেটি আমরা নিচে আলোচনা করেছি। 

৬। সবশেষ আপনি আপনার বিকাশ মোবাইল মেন্যু পাঁচ ডিজিটের পিনটি দিয়ে লেনদেনটি সম্পন্ন করুন। 

লেনদেন প্রক্রিয়া টি সঠিকভাবে সম্পন্ন হলে আপনি এবং প্রাপক দুইজনই বিকাশের পক্ষ থেকে কনফার্মেশন মেসেজ পাবেন। আশা করি বাটন ফোনে বিকাশে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে বুঝতে পেরেছেন। তবুও যদি কোন সমস্যা হয়ে থাকে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। 

বিকাশ থেকে ফ্রি টাকা পাঠানোর নিয়ম | বিকাশে ফ্রি টাকা পাঠানো

বিকাশ থেকে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করেছি। তবে আপনাদের বোঝার সুবিধার্থে এই পোস্টে আমরা বিকাশে টাকা পাঠানো ছবিসহ বুঝিয়ে দিয়েছি। আশা করি এর ফলে বিষয়টি বুঝতে সহজ হবে। 

বিকাশ থেকে ফ্রি সেন্ড মানি করার জন্য আপনার একাউন্টে কমপক্ষে একটি বিকাশ প্রিয় নম্বর থাকতে হবে।একটি বিকাশ একাউন্টে সাধারণত ৫টি প্রিয় নম্বর যুক্ত করা যায়। বিকাশ প্রিয় নম্বরে কিভাবে ফ্রী সেন্ড মানি করবেন তা আমরা বিকাশ ক্যাশ আউট চার্জ ২০২৫ এই পোস্টে আলোচনা করেছি। ফলে এখানে আমরা এই আলোচনায় না গিয়ে সরাসরি প্রিয় নম্বর কিভাবে সেট করতে হবে সে বিষয়ে ছবির মাধ্যমে বুঝানোর চেষ্টা করছি। 

বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম | বিকাশে প্রিয় নাম্বার করার উপায় 

বিকাশের প্রিয় নাম্বার করার উপায় নীচের ছবির সাহায্যে ধাপে ধাপে বোঝানো হয়েছে। আশা করি এতে করে আপনার খুব সহজেই বিষয়টি বুঝতে পারবেন। 
বিকাশে প্রিয় নাম্বার করার উপায়

বিকাশে একদিনে সর্বোচ্চ লেনদেন

বিকাশে একদিনে সর্বোচ্চ লেনদেন করা যায় ২৫ হাজার টাকা পর্যন্ত। এছাড়া একদিনে আপনি সর্বোচ্চ ৫০ এবং মাসে সর্বোচ্চ ১০০ বার টাকা পাঠাতে পারবেন। একদিনে আপনি কাউকে ২৫০০০ টাকা পাঠালে ঐদিনের জন্য আপনার বিকাশের লিমিট শেষ হয়ে যাবে অর্থাৎ আপনি ওই দিন আর কাউকে টাকা পাঠাতে পারবেন না। অন্যদিকে মাসে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বিকাশে পাঠাতে পারবেন। 

বিকাশে সর্বনিম্ন সেন্ড মানি 

বিকাশে সর্বনিম্ন সেন্ড মানি এর পরিমাণ হল ০.০১ টাকা। অর্থাৎ আপনি বিকাশে কাউকে টাকা পাঠাতে চাইলে সর্বনিম্ন ০.০১ টাকা পাঠাতে পারবেন। অন্যদিকে বিকাশে ১০০ টাকা পর্যন্ত ফ্রি সেন্ড মানি করা যাবে। ফলে আপনি যদি কাউকে ১০১ টাকা পাঠাতে চান সেক্ষেত্রে আপনাকে ৫ টাকা চার্জ প্রদান করতে হবে। 

বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর নিয়ম | রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর কোন সুযোগ নেই। পূর্বে এমন একটি সুযোগ থাকলেও বর্তমানে সেটি নেই। তবে অনেক ওয়েবসাইটে বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে ভুলভাল তথ্য প্রদান করা হয়। আমরা এই পোস্টটি লেখার পূর্বে বিকাশ অফিসের সাথে কথা বলেছি এবং নিশ্চিত হয়েছি যে বিকাশ থেকে নগদ কিংবা বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর নিয়ম বলতে কিছু নেই। ফলে আপনি বিকাশ থেকে অন্য কোন মোবাইল ব্যাংকিং এ টাকা ট্রান্সফার করতে পারবেন না। 
শেয়ার
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
2 জন মতামত দিয়েছেন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
  • Banglai Blog
    Banglai Blog ১১:৫৫ AM

    ভাই এই থিম টা কিভাবে কিনব?

    • পটেনশিয়াল আইটি
      পটেনশিয়াল আইটি ৯:১১ PM

      আমাদের ফেসবুক পেজ বা 01313599091 (Whatsapp) নম্বরে যোগাযোগ করুন।