পটেনশিয়াল আইটি
https://www.potentialit.xyz/2022/03/bkash-electricity-bill.html
বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম ২০২৪
বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সারাদেশের যেকোনো বিদ্যুৎ বিল নিশ্চিন্তে বিকাশ করুন।
আপনি দেশের যে প্রান্তেই থাকুন, ঘরে বসেই আপনার বিদ্যুৎ বিল বিকাশ করতে পারবেন নিশ্চিন্তে। তাছাড়া লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই আর বিকাশ অ্যাপ থেকে বিদ্যুৎ বিল দিলেই বিলের রিসিট সরাসরি আপনার মোবাইলে পাবেন।
সারাদেশের যেকোনো বিদ্যুৎ বিল বিকাশ করুন নিশ্চিন্তে
বিকাশের মাধ্যমে কোন চার্জ ছাড়াই (শর্তযুক্ত) বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন। বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য বিকাশ অ্যাপ বা *২৪৭# ডায়াল করতে হবে। নিচের প্রতিষ্ঠানগুলোর প্রিপেইড ও পোস্টপেইড বিদ্যুৎ বিল বিকাশ করতে পারবেনঃ
- পল্লিবিদ্যুৎ
- ডেসকো
- নেসকো
- ডিপিডিসি
- বিপিডিবি
- ওয়েস্ট জোন
বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
অ্যাপ দিয়ে বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম (প্রিপেইড বিল):
১। প্রথমে আপনার বিকাশ অ্যাপে যান এবং সেখানে অ্যাপ স্ক্রিন থেকে ‘পে বিল’ সিলেক্ট করুন।
২। বিদ্যুৎ বিল ট্যাপ করে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান তথা আপনার বিলার সিলেক্ট করুন। বিলারের নাম আপনার কার্ডে লেখা থাকবে।
৩। এখন আপনার একাউন্ট নাম্বার এবং দরকারি তথ্য দিন। মনে রাখবেন একাউন্ট নম্বর আপনার বিদ্যুৎ বিলের কার্ডে লেখা থাকবে।
৪। এখন আপনার বিলের পরিমাণ দিয়ে ও আপনার বিকাশ একাউন্টের ৫ ডিজিটের পিন নাম্বার দিয়ে ‘পে বিল’ সম্পন্ন করুন।
৫। Bkash অ্যাপে দেখে নিন আপনার বিলের ডিজিটাল রিসিট।
৬। আপনার প্রিপেইড মিটারের বিদ্যুৎ বিল পরিশোধ করার কিছুক্ষণের মধ্যে প্রাপ্ত এসএমএস-এর মাধ্যমে আপনি একটি টোকেন পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি উক্ত এসএমএস এর মাধ্যমে টোকেন নাম্বার না পেয়ে থাকেন, তাহলে আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে মিটার নম্বর লিখে মেসেজ করুন 04445616247 এই নাম্বারে। ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনি টোকেন নাম্বার পাবেন।
৭। উক্ত টোকেন নাম্বার বিদ্যুতের মিটারে প্রদান করলে, আপনার বিদ্যুৎ বিল দেয়া পুরোপুরি ভাবে সম্পন্ন হবে এবং মিটারে সেই আপডেট দেখতে পাবেন।
অ্যাপ দিয়ে বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম (পোস্ট পেইড বিল):
১। বিকাশ মোবাইল অ্যাপ স্ক্রিন থেকে ‘পে বিল’ অপশন সিলেক্ট করুন।
২। এখন "বিদ্যুৎ" অপশনে চাপ দিয়ে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সিলেক্ট করুন।
৩। আপনার বিদ্যুৎ বিলের সময়সীমা নির্বাচন করুন এবং একাউন্ট নাম্বার প্রদান করুন।
৪। আপনার বিলের আর্থিক পরিমাণ দেখে আপনার বিকাশ একাউন্টের ৫ ডিজিটের পিন নাম্বার দিয়ে ‘পে বিল’ সম্পন্ন করুন।
৫। সর্বশেষ বিকাশ অ্যাপে দেখে নিন আপনার বিদ্যুৎ বিলের ডিজিটাল রিসিট।
বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধের চার্জ
বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধের চার্জ মোট বিলের ১% (সর্বোচ্চ ৩০ টাকা) মাত্র। অর্থাৎ আপনি যদি বিকাশে ১০০০ টাকা বিল প্রদান করেন তাহলে ১০ টাকা চার্জ।
তবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিকাশে প্রথম ৫টি বিল পরিশোধের ক্ষেত্রে কোন প্রকারের চার্জ দিতে হবে না। তবে কোন ক্যালেন্ডার মাসে বিলের সংখ্যা ৫ এর অধিক হলে বাকি বিলগুলো পরিশোধের ক্ষেত্রে আপনাকে চার্জ প্রদান করতে হবে।
0 জন কমেন্ট করেছেন
দয়া করে কমেন্ট নীতিমালা পড়ুন