পটেনশিয়াল আইটি https://www.potentialit.xyz/2022/03/bkash-1000-taka-charge.html

বিকাশে ১০০০ টাকা পাঠানোর চার্জ ২০২৩

বিকাশে ১০০০ টাকা পাঠানোর চার্জ জানতে চান? তাহলে বিকাশে এক হাজার টাকা পাঠানোর চার্জ এই পোষ্টটি আপনার জন্য। চলুন এবার জেনে নেওয়া যাক। 
বিকাশে ১০০০ টাকা পাঠানোর চার্জ

বিকাশে ১০০০ টাকা পাঠানোর চার্জ 

বিকাশে ১০০০ হাজার টাকা পাঠানোর চার্জ ১৮.৫০ টাকা।  তবে প্রিয় এজেন্ট নাম্বার থেকে বিকাশে ১০০০ হাজার টাকা পাঠানোর চার্জ ১৪.৯০ টাকা। অন্যদিকে আপনি যদি নিজের পার্সোনাল বিকাশ একাউন্ট থেকে কাউকে টাকা পাঠান তাহলে ১০০০ থেকে শুরু করে ২৫০০০ হাজার টাকা পর্যন্ত বিকাশে সেন্ড মানি করার বিপরীতে ৫ টাকা কেটে নিবে। 

তাহলে আমরা যে ১৮.৫০ টাকার কথা বললাম এটা কিসের জন্য? এটা হলো আপনি যদি খরচসহ কাউকে টাকা পাঠান তাহলে ১০০০ টাকায় ২০ টাকা অতিরিক্ত দিতে হবে। দোকানে সাধারণত ২০ টাকা নিয়ে থাকে। 

তবে যেকোনো প্রিয় নম্বরে সেন্ড মানি একদম ফ্রি। একটি বিকাশ পার্সোনাল একাউন্ট থেকে সর্বোচ্চ পাঁচটি নম্বরকে আপনার প্রিয় নম্বর হিসেবে সেভ করতে পারবেন। এই সকল নম্বরে সেন্ড মানি করার ক্ষেত্রে কোন টাকা কাটবেনা। 

তবে একটি প্রিয় নম্বরে মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ফ্রী সেন্ড মানি করা যায়। তাছাড়া আপনি বিকাশের ক্যালকুলেটর ব্যবহার করে তাদের সমস্ত চার্জ সম্পর্কে জানতে পারবেন। 

অনেকেই প্রশ্ন করতে পারেন *২৪৭# ডায়াল করে বিকাশে ১০০০ টাকায় খরচ কত? 

উত্তর হলো *২৪৭# ডায়াল করে বিকাশে ১০০০ টাকা পাঠাতে খরচ ৫ টাকা। সাধারণত দোকান থেকে বিকাশ অ্যাপস দিয়ে টাকা সেন্ড করা হয়। বাটন ফোনের ক্ষেত্রে আমরা *২৪৭# ডায়াল করে টাকা পাঠাই। 

বিকাশে সেন্ড মানি ফ্রি

বিকাশে সেন্ড মানি ফ্রি করতে চাইলে সর্বোচ্চ ৫টি বিকাশ নম্বরকে প্রিয় নম্বর হিসেবে যুক্ত করতে হবে। প্রতি ক্যালেন্ডার মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত প্রিয় নাম্বারগুলোতে সেন্ড মানি করতে কোনো ধরণের চার্জ প্রযোজ্য হবে না। একটি বিকাশ পার্সোনাল একাউন্টে যে কোনো মুহূর্তে সর্বোচ্চ ৫ টি প্রিয় নাম্বার থাকতে পারবে। আশা করি বুঝাতে পেরেছি। 

বিকাশে ১০০০ টাকায় খরচ কত? 

বিকাশে ১০০০ টাকায় খরচ হলো ১৮.৫০ টাকা। আপনি খরচসহ কাউকে টাকা পাঠাতে চাইলে ১ হাজার ২০ টাকা পাঠাতে হবে। তবে ১০০ টাকা থেকে শুরু করে ২৫ হাজার পর্যন্ত সেন্ড মানি খরচ হলো ৫ টাকা। এবার আমরা বিকাশে ১০০০ টাকার খরচ নিয়ে আরও বিস্তারিত জানবো। 
  • *২৪৭# ডায়াল করে বিকাশে ১০০০ টাকা সেন্ড মানি চার্জ ৫ টাকা। 
  • অ্যাপসের মাধ্যমে বিকাশে ১০০০ টাকা সেন্ড মানি চার্জ ৫ টাকা।
  • বিকাশ এজেন্ট থেকে ১০০০ টাকা ক্যাশআউট চার্জ ১৮.৫০ টাকা। 
  • প্রিয় বিকাশ এজেন্ট থেকে ১০০০ টাকা বিকাশ ক্যাশ আউট চার্জ ১৮.৫০ টাকা।
  • বিকাশে ক্রেডিট কার্ড বিল ১০০০ টাকার জন্য চার্জ ১০ টাকা। 
  • বিকাশ টু  ব্যাংক (ব্রাক, সিটি, ইস্টার্ন, সোনালী, অগ্রণী ও আইএফআইসি ব্যাংক) ১০০০ টাকায় চার্জ ১০ টাকা। 

বিকাশে ১০০০ টাকা ফ্রি 

বিকাশে ১০০০ টাকা ফ্রি বলে কোন অফার চালু নেই। অনেকেই এসব কথা বলে মূলত তাদের ভিডিও এর ভিউ বাড়িয়ে থাকে। তবে আপনি চাইলে বিকাশে ১০০ টাকা ফ্রি পেতে পারবেন। 

তবে আপনি যদি বিকাশে নিয়মিত প্রচুর লেনদেন করেন তবে তারা রিওয়ার্ড দিয়ে থাকে। বিকাশের এই সকল রিওয়ার্ডগুলো মোটামুটি ভালো অফার হিসেবে বিবেচিত বলতে পারেন। 

শেষ কথা - বিকাশে ১০০০ টাকা পাঠানোর চার্জ

আমরা বিকাশে ১০০০ টাকা পাঠানোর চার্জ, বিকাশে সেন্ড মানি ফ্রি, বিকাশে ১০০০ টাকায় খরচ কত, বিকাশে ১০০০ টাকা ফ্রি এই সকল বিষয়ে আলোচনা করেছি। আশা করি এর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। বিকাশ মোবাইল ব্যাংকিং সংক্রান্ত সমস্ত পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন। 

বন্ধুদের সাথে শেয়ার করুন

এখনি কমেন্ট করুন

0 জন কমেন্ট করেছেন

দয়া করে কমেন্ট নীতিমালা পড়ুন emoji

পটেনশিয়াল আইটি কী?