পটেনশিয়াল আইটি https://www.potentialit.xyz/2022/03/nagad-electricity-bill.html

নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ২০২৪

নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম সম্পর্কে জানতে এই পোস্টটি পড়ুন। এখানে বোনাস হিসেবে বাটন ফোনে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম শেয়ার করা হয়েছে। 

নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

নগদে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম নগদ বাংলাদেশের একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং অ্যাপ। নগদের মাধ্যমে আপনি খুব সহজেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। 

নগদে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম | নগদ থেকে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

কিভাবে নগদ অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড বিল দিতে হয়?

  • প্রথমে ৪ ডিজিটের পিন নাম্বার দিয়ে নগদ অ্যাপে লগ ইন করুন। পরে "Bill Pay" অপশন সিলেক্ট করুন। 
  • এবার বিলার সিলেক্ট করুন। বিলার হিসেবে আপনাকে ডেসকো বা নেসকোকে সিলেক্ট করতে হবে। কারণ এই দুইটি কোম্পানি ছাড়া অন্য কেউ পোস্টপেইড বিল নেয় না।
  • এরপর আপনাকে "Bill No" দিতে হবে। ডেসকো কিংবা নেসকো থেকে আপনাকে যে স্লিপ দেওয়া হবে সেখানে একটি বিল নাম্বার দেওয়া হবে। সেটি এখানে প্রদান করতে হবে।
  • বিল নং দেওয়ার পর পরবর্তী বাটনে চাপ দিবেন।  
  • এখন আপনার সামনে বিলের পরিমাণ ও বকেয়ার সময়কাল প্রদর্শিত হবে। এবার আপনাকে নিচের পরবর্তী বাটনে ক্লিক করতে হবে।  
  • নগদ একাউন্টের পিন কোডটি প্রদান করে নেক্সট বাটনে ক্লিক করবেন। 
  • এবার নগদের আইকনে ট্যাপ করে ধরে রেখে পে বিল কনফার্ম করুন। 
  • বিল পদান সম্পন্ন হলে সাথে সাথে একটি কনফার্মেশন ম্যাসেজ পাবেন। 
  • এবার আপনার প্রদত্ত পল্লী বিদ্যুৎ বিলের বিবরণী দেখতে পারবেন। তবে বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার ক্ষেত্রে ডিজিটাল রিসিট প্রদান করলেও নগদে সেটি করা হয় না। 

নগদ পোস্টপেইড বিদ্যুৎ বিল, নগদ বিদ্যুৎ বিল, নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম, ডেসকো বিদ্যুৎ বিল, নেসকো বিদ্যুৎ বিল

কিভাবে অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুৎ প্রিপেইড বিল নগদ করবেন | নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

  • প্রথমে ৪ ডিজিটের পিন নাম্বার দিয়ে নগদ অ্যাপে লগ ইন করুন। পরে "Bill Pay" অপশন সিলেক্ট করুন। 
  • এবার বিলার সিলেক্ট করুন। বিলার হিসেবে আপনার বিদ্যুৎ বিপণনকারী প্রতিষ্ঠানকে সিলেক্ট করবেন।
  • কাস্টমার/ একাউন্ট নাম্বার ও মোবাইল নাম্বার টাইপ করে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে কাস্টমার নাম্বার হলো আপনার কার্ডে লেখা নাম্বার। আপনি যে কোম্পানির বিদ্যুৎ কার্ড নেন না কেন একটি ইউনিক একাউন্ট নাম্বার দেওয়া হবে। 
  • মোবাইল নাম্বার হিসেবে আপনার নিজের নাম্বার দিবেন। নিজের পার্সোনাল একাউন্ট থেকে বিদ্যুৎ বিল দিলে উক্ত নাম্বারটিও দিতে পারেন। 
  • বিলের পরিমাণ টাইম করে নেক্সট বাটনে চাপ দিবেন। 
  • নগদ একাউন্টের পিন কোডটি প্রদান করে নেক্সট বাটনে ক্লিক করবেন। 
  • এবার নগদের আইকনে ট্যাপ করে ধরে রেখে পে বিল কনফার্ম করুন। 
  • বিল পদান সম্পন্ন হলে সাথে সাথে একটি কনফার্মেশন ম্যাসেজ পাবেন। 
  • এবার আপনার প্রদত্ত পল্লী বিদ্যুৎ বিলের রিসিট দেখুন ও সেভ কিংবা প্রিন্ট করে রাখুন। 
নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম, নগদে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

নগদের মাধ্যমে বাটন ফোনে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

কিভাবে *১৬৭# ডায়াল করে নগদে বিদ্যুৎ বিল প্রদান করবেন সে সম্পর্কে জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন। এই পদ্ধতি অনুসরণ করে নগদে বাটন ফোনে বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন। 

  • প্রথমে মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে *১৬৭# টাইপ করে ডায়াল করুন। 
  • এরপর আপনার মোবাইল স্ক্রিনে একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে 'বিল পে' অপশনটি (৫ নং) সিলেক্ট করে সেন্ড বাটনে ক্লিক করুন। 
  • এখানে সিলেক্ট করা বলতে "Bill Pay" পাশে একটি সংখ্যা লেখা থাকবে। সেটি টাইপ করে সেন্ড বাটনে চাপ দিবেন। যা নিচের ছবিতে স্পষ্ট ফুটিয়ে তোলা হয়েছে। 
  • এরপর 'ইলেক্ট্রিসিটি' (৫ নং অপশন) এটি সিলেক্ট করে ক্লিক করুন। 
  • এখন আপনার বিদ্যুৎ সরবারাহকারী প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করে সেন্ড বাটনে প্রেস করুন। 
  • এখন আপনার একাউন্ট নাম্বার প্রদান করবেন। এটিকে আপনার বিলের স্লিপে কাস্টমার নাম্বার হিসেবে উল্লেখ করা থাকতে পারে। তবে দুইটা একই জিনিস। 
  • পল্লী বিদ্যুৎ বিলে উলেখিত এসএমএস নাম্বারটিকে এখানে একাউন্ট নাম্বার হিসেবে চিহ্নিত করা হয়েছে। 
  • এখন বিলের পরিমাণ লিখুন। মনে রাখবেন বিল যত টাকা হয়েছে এর সমপরিমাণ লিখবেন। 
ইউএসএসডি কোড ডায়াল করে বিদ্যুৎ বিল প্রদান
  • এখন আপনার সামনে উপরের সবগুলো তথ্য সংক্ষিপ্ত আকারে দেখাবে। যদি কোথাও ভুল না হয়ে থাকে তবে পিন টাইপ করে পরের ধাপে চলে যাবেন। অর্থাৎ বিল পে করবেন।  
  • আপনার বিল প্রদান সঠিকভাবে হয়ে থাকলে কনফার্মেশন ম্যাসেজ পাবেন। আশা করি আমাদের বলা নিয়ম যথাযথভাবে বুঝতে পেরেছেন। 

পল্লী বিদ্যুৎ সমিতি | Nagad Palli Pidyut Bill Payment System | How to Pay Palli Bidyut Bill by Nagad

এখন থেকে আপনি নিচের এলাকার পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন নগদে। তাহলে চলুন নিচের এলাকাগুলোর নাম জেনে নেওয়া যাক। 
Pallibidyut Shomiti জোনের নাম
ঢাকা পিবিএস-০১ কালিয়াকৈর
ঢাকা পিবিএস-০১ চন্দ্রা
ঢাকা পিবিএস-০১ আশুলিয়া
ঢাকা পিবিএস-০১ শ্রীপুর
ঢাকা পিবিএস-০১ জামগড়া
ঢাকা পিবিএস-০১ মৌচাক
টাঙ্গাইল পিবিএস মির্জাপুর
টাঙ্গাইল পিবিএস দেলদুয়ার
টাঙ্গাইল পিবিএস বাসাইল
টাঙ্গাইল পিবিএস নাগরপুর
টাঙ্গাইল পিবিএস গোড়াই
টাঙ্গাইল পিবিএস এলেঙ্গা
যশোর পিবিএস-০১ ঝিকরগাছা
যশোর পিবিএস-০১ শার্শা
যশোর পিবিএস-০১ বাঘারপাড়া
যশোর পিবিএস-০১ চৌগাছা
যশোর পিবিএস-০১ বাঁগআচড়া
যশোর পিবিএস-০১ বাঁকড়া
যশোর পিবিএস-০১ রুপদিয়া
যশোর পিবিএস-০১ খাজুরা
ময়মনসিংহ পিবিএস-০১ গোপালপুর
ময়মনসিংহ পিবিএস-০১ মধুপুর
ময়মনসিংহ পিবিএস-০১ ফুলবাড়ীয়া
ময়মনসিংহ পিবিএস-০১ ধনবাড়ী
ময়মনসিংহ পিবিএস-০১ ঘাটাইল
ময়মনসিংহ পিবিএস-০১ কালিবাড়ী
বরিশাল পিবিএস-০২ গৌরনদী
বরিশাল পিবিএস-০২ আগৈলঝাড়া
বরিশাল পিবিএস-০২ বানরীপাড়া
বরিশাল পিবিএস-০২ উজিরপুর
সিলেট পিবিএস-০১ বিয়ানীবাজার
সিলেট পিবিএস-০১ ওসমানীনগর
সিলেট পিবিএস-০১ বিশ্বনাথ
সিলেট পিবিএস-০১ গোলাপগঞ্জ
সিলেট পিবিএস-০১ ফেঞ্চুগঞ্জ
সিলেট পিবিএস-০১ জকিগঞ্জ
সিলেট পিবিএস-০১ বালাগঞ্জ
কক্সবাজার পিবিএস উখিয়া
কক্সবাজার পিবিএস চকরিয়া
কক্সবাজার পিবিএস মহেশখালী
কক্সবাজার পিবিএস টেকনাফ
কক্সবাজার পিবিএস ইদগাহ
কক্সবাজার পিবিএস পেকুয়া
ফরিদপুর পিবিএস বোয়ালমারী
ফরিদপুর পিবিএস নগরকান্দা
ফরিদপুর পিবিএস মধুখালী সাব
ফরিদপুর পিবিএস সদরপুর সাব
ফরিদপুর পিবিএস আলফাডাঙ্গা
ঝিনাইদহ পিবিএস মহেশপুর
ঝিনাইদহ পিবিএস শৈলকুপা
ঝিনাইদহ পিবিএস কালীগঞ্জ
ঝিনাইদহ পিবিএস হরিণাকুন্ডু
ঝিনাইদহ পিবিএস কোটচাঁদপুর
ব্রাহ্মণবাড়িয়া পিবিএস কসবা
ব্রাহ্মণবাড়িয়া পিবিএস নবীনগর
ব্রাহ্মণবাড়িয়া পিবিএস আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়া পিবিএস নাসিরনগর
ব্রাহ্মণবাড়িয়া পিবিএস কসবা
ব্রাহ্মণবাড়িয়া পিবিএস বিজয়নগর
ব্রাহ্মণবাড়িয়া পিবিএস সুলতানপুর
ব্রাহ্মণবাড়িয়া পিবিএস শিবপুর
ভোলা পিবিএস লালমোহন
ভোলা পিবিএস চরফ্যাশন
ভোলা পিবিএস পরাণগঞ্জ 
ভোলা পিবিএস দক্ষিণ আইচা
সিলেট পিবিএস-০২ কানাইঘাট
সিলেট পিবিএস-০২ কোম্পানীগঞ্জ
সিলেট পিবিএস-০২ গোয়াইনঘাট
সিলেট পিবিএস-০২ শিবের বাজার
সুনামগঞ্জ পিবিএস ছাতক
সুনামগঞ্জ পিবিএস বিশ্বম্ভরপুর 
সুনামগঞ্জ পিবিএস দিরাই
সুনামগঞ্জ পিবিএস জগন্নাথপুর
সুনামগঞ্জ পিবিএস দঃ সুনামগঞ্জ
গাজীপুর পিবিএস-০১ বোর্ডবাজার
গাজীপুর পিবিএস-০১ কালীগঞ্জ
গাজীপুর পিবিএস-০১ কোনাবাড়ী
গাজীপুর পিবিএস-০১ ছায়াবিথী 
গাজীপুর পিবিএস-০১ পুবাইল 
গাজীপুর পিবিএস-০১ কাশিমপুর
নারায়ণগঞ্জ পিবিএস-০১ মদনপুর
নারায়ণগঞ্জ পিবিএস-০১ সোনারগাঁ 
নারায়ণগঞ্জ পিবিএস-০১ বন্দর
নারায়ণগঞ্জ পিবিএস-০১ তারাব
নারায়ণগঞ্জ পিবিএস-০১ নবীগঞ্জ
ঢাকা পিবিএস-০৩ ধামরাই
ঢাকা পিবিএস-০৩ আমিনবাজার
ঢাকা পিবিএস-০৩ কুশুরা
ঢাকা পিবিএস-০৩ শিমুতলা
ঢাকা পিবিএস-০৩ নয়ারহাট
ঢাকা পিবিএস-০৩ ট্যানারী
ঢাকা পিবিএস-০৩ কালামপুর
ঢাকা পিবিএস-০৪ হাসনাবাদ
ঢাকা পিবিএস-০৪ শুভাঢ্যা
ঢাকা পিবিএস-০৪ কলাতিয়া
ঢাকা পিবিএস-০৪ আব্দুল্লাপুর

নগদ পল্লী বিদ্যুৎ বিল চার্জ | Nagad Palli Bidyut Bill Charge | নগদ বিদ্যুৎ বিল অফার

নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিল পে করার জন্য আপনাকে কোন প্রকার চার্জ দিতে হবে না। সম্প্রতি নগদ ও বিদ্যুৎ বিতরণকারী সংস্থার মধ্যে এই বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনেকেই প্রশ্ন করতে পারেন অন্যান্য মোবাইল ব্যাংকিং চার্জ নিলেও নগদ কেন বিদ্যুৎ বিল পে করার ক্ষেত্রে চার্জ নেয় না? 

আসলে নগর যেহেতু বাংলাদেশ সরকারের স্টেকহোল্ডার হিসেবে কাজ করে তাই এক্ষেত্রে সরকার ভর্তুকি দিয়ে থাকে। ফলে বিদ্যুৎ বিল সহ বিভিন্ন সার্ভিস প্রদানের ক্ষেত্রে নগদ কোন প্রকার চার্জ নেয় না। আশা করি বুঝতে পেরেছেন। 

নগদে পল্লী বিদ্যুৎ বিল চেক | How to Check Palli Bidyut Bill Online

নগদ অ্যাপ ব্যবহার করে খুব সহজেই বিদ্যুৎ বিল চেক করা যাবে। তাছাড়া অ্যাপে বিলের ডিজিটাল রিসিট চলে আসে। ফলে আমরা কিভাবে *১৬৭# ডায়াল করে উপরের বিদ্যুৎ বিল চেক করবেন এটি নিয়ে আলোচনা করবো। 

১. প্রথমে আপনাকে *১৬৭# ডায়াল করতে হবে। এখন পে বিলের পাশে সংখ্যাটি ইনপুট দিয়ে সেন্ড বাটনে ক্লিক করুন। 

২. এবার 'ইলেক্ট্রিসিটি' এর পাশের সংখ্যাটি সিলেক্ট করে সেন্ড বাটনে চাপ দিন। 

৩. এরপর চেক বিল সিলেক্ট করবেন এবং পরে একাউন্ট নাম্বার সিলেক্ট করবেন। 

৪. বিদ্যুৎ বিলে উলেখিত কাস্টমার নাম্বারটিকে এখানে একাউন্ট নাম্বার হিসেবে চিহ্নিত করা হয়েছে।  এখন আপনি বিলের মাস ও বছর দিন। পরের ধাপে বিদ্যুৎ বিলের এমাউন্ট উল্লেখ করবেন।

৫. আপনার পে বিলের সামারি দেখে নিনি এবং আপনার নগদ একাউন্টের পিন নম্বরটি প্রদান করুন।আপনার বিল প্রদান সঠিকভাবে হয়ে থাকলে কনফার্মেশন ম্যাসেজ পাবেন। 

সম্প্রতি নগদে বিদ্যুৎ চেক করার সুবিধাটি নাও থাকতে পারে। আপনি যদি এটি না পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানানোর অনুরোধ করবো। 

শেষ কথা - নগদ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

নগদ অ্যাপ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ছবির সাহায্যে আমরা বুঝানোর চেষ্টা করেছি। তাছাড়া আপনাদের সুবিধার্থে তা লিখিত আকারেও তুলে ধরছি। আপনি সঠিক নিয়মে নগদে বিদ্যুৎ বিল প্রদান করতে চাইলে আমাদের পুরো পোস্ট মনোযোগ সহকারে পড়ুন। 
অতি জিজ্ঞাসিত কিছু প্রশ্ন
নগদ বিদ্যুৎ বিল কিভাবে দেয়?
নগদ মোবাইল অ্যাপস কিংবা *১৬৭# ডায়াল করে আপনি বিদ্যুৎ বিল দিতে পারবেন। নগদ এর মাধ্যমে প্রিপেইড এবং পোস্টপেইড উভয় ধরনের বিদ্যুৎ বিল পরিশোধ করা যাবে। 
নগদ বিদ্যুৎ বিল চার্জ কত?
নগদে বিদ্যুৎ বিল দেওয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ নগদের মাধ্যমে আপনি বিনামূল্যে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। তবে অন্যান্য মোবাইল ব্যাংকিং সিস্টেম এর মাধ্যমে বিদ্যুৎ বিল দেয়ার ক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে। 

বন্ধুদের সাথে শেয়ার করুন

এখনি কমেন্ট করুন

1 জন কমেন্ট করেছেন

দয়া করে কমেন্ট নীতিমালা পড়ুন emoji

  1. নামহীন১০:৪৯ PM

    আগে নগদ এপের মাধ্যমে বিদ্যুৎ বিল দিলে চার্জ নেয়নি, গত কয়েকমাস থেকে চার্জ দেখাচ্ছে । তাই বিকাশে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে ।

    উত্তরমুছুন

পটেনশিয়াল আইটি কী?