Potential IT Blogger Template Download করতে চান? পটেনশিয়াল আইটি তাদের দীর্ঘদিনের পরিশ্রম দ্বারা এই সেরা ব্লগার থিম ডিজাইন ও ডেভেলপ করেছে।
আমরা যেকোনো ব্লগার থিম কাস্টমাইজেশন করে থাকি তবে সেটির জন্য আপনাকে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে থিম কিনে দিতে হবে অথবা আমাদের মাধ্যমে কিনে নিতে হবে। তবে যেকোনো অসৎ উপায়ে প্রাপ্ত থিম বা ক্র্যাক থিম ব্যবহার করলে আপনার নিজেরই ক্ষতি হতে পারে।
আমাদের পটেনশিয়াল আইটি থিমটি আমরা নিজস্ব সার্ভারে সংরক্ষণ করেছি এবং আমাদের নিজস্ব সিডিএন নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে যা আপনার সাইটের স্পিডকে ২০ গুণ বৃদ্ধিতে সহায়তা করবে। আমাদের থিম কিনলে আপনি কি কি সুবিধা পাবেন তা নিচে উল্লেখ করা হয়েছে।
Potential IT Blogger Template Download
মূল থিমঃ এখানে মূল থিম বলতে Potential IT Blogger Template বুঝানো হয়েছে। অর্থাৎ আপনি আমাদের ওয়েবসাইটে যে থিমটি দেখতে পাচ্ছেন এই টেম্পলেটকে মূল থিম বুঝিয়েছি। আমাদের প্রতিটি থিমের দুইটি ভার্সন রয়েছে। বুঝার সুবিধার্থে নিচের টেবিলে আরও বিস্তারিত বৈশিষ্ট্য দেওয়া আছে।
কাস্টম থিমঃ এখানে কাস্টম থিম বলতে Potential IT Blogger Template বাদে অন্য যেকোনো থিমকে বুঝিয়েছি। তবে গুগল ব্লগস্পট ছাড়া অন্য CMS এর থিম নিয়ে আমরা আপাতত কাজ করছি না। কাস্টম থিমের জন্য টেম্পলেট আপনাকে সরবারাহ করতে হবে অথবা আপনার কাছে পেপাল কিংবা কার্ড না থাকলে আমাদের মাধ্যমে থিম ক্রয় করতে পারেন। এছাড়া যে সকল প্রিমিয়াম থিম আমাদের স্টকে আছে তা থেকেও নিতে পারবেন।
মূল থিমকাস্টম থিম
বেসিক ভার্সন
৳বিনামূল্য
৳৪০০
থিমের ডকুমেন্টেশন
লোডিং স্পিড
এসইও ফ্রেন্ডলি
নাইট মোড
ভাষা পরিবর্তন
ফুল স্ক্রিন মোড
এডসেন্স ফ্রেন্ডলি
সিডিএন ডেলিভারি
মেনু, সাবমেনু এবং RTL ভার্সন
টেক্সট কপি বক্স
বিভিন্ন ডিজাইনের টেবিল
টেক্সট লক ফাংশন ও টুলটিপস ইফেক্ট
পপআপ নোটিফিকেশন ও কাস্টম পপআপ বক্স
ফুটার ক্রেডিট
সাবস্ক্রিপশন বক্স ও পোস্ট স্লাইডার
কাস্টম এডস
কাস্টম 404 পেজ
কাস্টম মিডিয়া যুক্তকরণ
কাস্টম কমান্ড ও স্টাইলিং লেখা (পোস্ট/ পেজ)
কাস্টম কন্টাক্ট ফর্ম
আনলিমিটেড কাস্টম বাটন ও এলার্ট বাটন
আনলিমিটেড টেক্সট ফরম্যাট
আনলিমিটেড ফ্রি আইকন
থিম কাস্টমাইজেশন ও কাস্টম ফন্ট
একটি থিমে আনলিমিটেড ওয়েবসাইট
রেডিমেইড টেবিল অফ কনটেন্ট
ইন্সট্যান্ট চ্যাট বাটন (প্রো ভার্সন)
লাইফটাইম আপডেট
টেলিগ্রাম প্রাইভেট গ্রুপ সাপোর্ট
ফেসবুক কমেন্ট বক্স
প্রিমিয়াম ভার্সন
৳৫০০
৳১০০০
থিমের ডকুমেন্টেশন
লোডিং স্পিড
এসইও ফ্রেন্ডলি
নাইট মোড
ভাষা পরিবর্তন
ফুল স্ক্রিন মোড
এডসেন্স ফ্রেন্ডলি
সিডিএন ডেলিভারি
মেনু, সাবমেনু এবং RTL ভার্সন
টেক্সট কপি বক্স
বিভিন্ন ডিজাইনের টেবিল
টেক্সট লক ফাংশন ও টুলটিপস ইফেক্ট
পপআপ নোটিফিকেশন ও কাস্টম পপআপ বক্স
ফুটার ক্রেডিট
সাবস্ক্রিপশন বক্স ও পোস্ট স্লাইডার
কাস্টম এডস
কাস্টম 404 পেজ
কাস্টম মিডিয়া যুক্তকরণ
কাস্টম কমান্ড ও স্টাইলিং লেখা (পোস্ট/ পেজ)
কাস্টম কন্টাক্ট ফর্ম
আনলিমিটেড কাস্টম বাটন ও এলার্ট বাটন
আনলিমিটেড টেক্সট ফরম্যাট
আনলিমিটেড ফ্রি আইকন
থিম কাস্টমাইজেশন ও কাস্টম ফন্ট
একটি থিমে আনলিমিটেড ওয়েবসাইট
রেডিমেইড টেবিল অফ কনটেন্ট
ইন্সট্যান্ট চ্যাট বাটন (প্রো ভার্সন)
লাইফটাইম আপডেট
টেলিগ্রাম প্রাইভেট গ্রুপ সাপোর্ট
ফেসবুক কমেন্ট বক্স
মূল থিমের ফিচার ও শর্তাবলি
১. থিমের ডকুমেন্টেশনঃ আমাদের ব্লগার থিম ডাউনলোড করার সাথে সাথেই আপনাকে একটি লিংক দেওয়া হবে যেখানে থিমের ডকুমেন্টেশন দেখতে পারবেন। থিমের ডকুমেন্টেশন ফাইলে উপরের প্রতিটি ফাংশনের কোনটির কাজ কী, কিভাবে পরিবর্তন, সংযোজন, বিয়োজন বা মডিফাই করবেন সব বিস্তারিত তুলে ধরা হয়েছে।
আমরা চাইলে ভিডিও টিউটোরিয়াল দিতে পারতাম কিন্তু সমস্যা হলো এখানে অনেক কোডিংয়ের কাজ রয়েছে। ফলে আপনি যেন সহজেই সে সকল কোড কপি করতে পারেন তাই Potential IT Blogger Theme Documentation লিখিত আকারে সাজানো হয়েছে।
২. লোডিং স্পিডঃ আমাদের থিম যেকোনো ধরণের ব্লগার থিমের চাইতে কয়েকগুণ বেশি ফাস্ট। গুগলের তথ্যমতে কোন ওয়েবসাইট লোড নিতে যত বেশি সময় লাগে উক্ত ওয়েবসাইট থেকে ভিজিটর তত দ্রুত বেরিয়ে যায়। যার ফলে আপনার সাইটের বাউন্স রেট বেড়ে যাবে, ভিজিটর কমবে এবং গুগলে র্যাংক করতে পারবেন না।
৩. এসইও ফ্রেন্ডলিঃ আমাদের থিম এসইও এক্সপার্টদের রিকোমেন্ডেশন নিয়ে আপডেট করে থাকি। মনে রাখবেন থিম ডেভেলপার ও এসইও এক্সপার্ট ভিন্ন পেশা। গুগলের অন পেজ এসইও সংক্রান্ত যেসকল আপডেট থিমে সংযুক্ত করার প্রয়োজন সেগুলো আমরা করে থাকি।
৪. নাইট মোডঃ আমাদের থিমের ডার্ক মোড ভিজিটরদের চোখে কোন ক্ষতি করে না। অনেকে ওয়েবসাইটে ডার্ক মোড হিসেবে #000 এই কালার কোড ব্যবহার করে থাকে যা চোখের জন্য ক্ষতিকর। ফলে বুঝতেই পারছেন আমরা ভিজিটরদের কতটা গুরুত্ব দিয়ে থিম তৈরী করেছি।
৫. ভাষা পরিবর্তনঃ Potential IT Blogger Template এর মাধ্যমে আপনি পোস্টের লেখা যেকোনো ভাষায় কনভার্ট করতে পারবেন। আমরা এই কাজে গুগল ট্রান্সলেটরের সহায়তা নিয়েছি যাতে করে ট্রান্সলেট করার পর ভাষাগত কোন সমস্যা সৃষ্টি না হয়।
৬. ফুল স্ক্রিন মোডঃ কোনো পোস্টকে আপনার ডিভাইসে পুরো স্ক্রিন জুড়ে দেখার জন্য এই ফাংশনটি ব্যবহার করবেন।
৭. এডসেন্স ফ্রেন্ডলিঃ আমাদের সকল থিম গুগল এডসেন্স ফ্রেন্ডলি। সাধারণত যে সকল ওয়েবসাইট লোড নিতে বেশি সময় নেয় সে সকল সাইটে অটো এডস কম শো করে। আমরা স্পিডের এই দিকটি মাথায় রেখে সকল কাস্টমাইজেশনের কাজ করে থাকি।
৮. সিডিএন ডেলিভারিঃ আমাদের সব থিমের স্ক্রিপ্ট নিজস্ব সার্ভারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়। গুগল ব্লগস্পট ব্যবহারকারী সকলের সার্ভার আমেরিকায় হোস্ট করা। ফলে অন্যান্য প্রান্তে ওয়েবসাইট লোড নিতে স্বাভাবিকভাবেই দেরি হয়। কিন্তু সিডিএন হলো এমন একটি মাধ্যম যেটার সার্ভার প্রতিটি দেশেই রয়েছে।
ধরুন আপনার ওয়েবসাইট সিঙ্গাপুরে হোস্ট করা। বাংলাদেশ থেকে কেউ আপনার সাইটে আসতে চাইলে সিঙ্গাপুরের লোডিং টাইমের চেয়ে বেশি সময় লাগবে। কিন্তু কেমন হয় যদি আপনার সাইট একই সাথে পৃথিবীর সকল দেশে হোস্ট করা থাকে?! এই কাজটিই মূলত সিডিএনের মাধ্যমে করা হয়ে থাকে।
৯. মেনু, সাবমেনু এবং RTL ভার্সনঃ আমাদের মেনুবার খুবই রেসপন্সিভ এবং ইউজার ফ্রেন্ডলি। আমাদের থিমের সাহায্যে আপনি একাধিক সাবমেনু তৈরি করতে পারবেন। থিম ক্রয়ের পর ডকুমেন্টেশনে মেনু ও সাবমেনু তৈরির কোড পেয়ে যাবেন। RTL ভার্সন হলো মূলত মধ্যপ্রাচ্য/ ইসলামিক কান্ট্রির জন্য যারা ডান দিক থেকে পড়া শুরু করে থাকেন।
১০. টেক্সট কপি বক্সঃ পটেনশিয়াল আইটি ব্লগার টেম্পলেট ডিফল্টভাবে লেখা কপি করা অফ করেছে। কিন্তু অনেক সময় দেখা যাবে আপনি হয়তো এমন কোন কোড শেয়ার করেছেন যা ভিজিটরদের কপি করা একান্ত প্রয়োজন। সেক্ষেত্রে শুধুমাত্র ওই অংশটুকু এই কমান্ডের দ্বারা কপি করতে পারবে।
১১. বিভিন্ন ডিজাইনের টেবিলঃ আমরা বিভিন্ন ডিজাইনের কাস্টম টেবিল সংযুক্ত করেছি। এছাড়া আপনি চাইলে নিজের মত করে এখানে কালার যুক্ত বা বাদ দিতে পারবেন। প্রতিটি টেবিল ডিভাইস রেসপন্সিভ রাখা হয়েছে যাতে টেবিলের কোন অংশ কেটে না যায়।
১২. টেক্সট লক ফাংশন ও টুলটিপস ইফেক্টঃ টেক্সট লক ফাংশন বুঝার জন্য "বেস্ট কনটেন্ট রাইটিং সার্ভিস ইন বাংলাদেশ" এই পোস্টে স্ক্রল করে দেখুন। টুলটিপস ইফেক্ট হলো উইকিপিডিয়াতে আমরা কোন লেখা পড়ার সময় নীল কালারযুক্ত টেক্সটে কার্সর রাখলে উপরে কিছু লেখা ভেসে উঠে ঠিক সেইম ফাংশন বরং আরও সুন্দর।
১৩. পপআপ নোটিফিকেশন ও কাস্টম পপআপ বক্সঃ আপনি যদি কোন পোস্টে গুগল ড্রাইভ কিংবা কোন কিছু ডাউনলোড লিংক দিতে চান তাইলে এটি ব্যবহার করবেন। এটি বাটনের মাধ্যমে করা হয়ে থাকে। উক্ত বাটনে ক্লিক করার পরে একটি পপআপ বক্স আসবে এবং সেখানে ডাউনলোড লিংক দিবেন। এভাবে লিংক শেয়ার করলে সাইটের স্প্যাম স্কোর বাড়বে না এবং আপনার জন্য এটি উপকারী হবে।
১৪. ফুটার ক্রেডিটঃ ফুটার ক্রেডিট নিয়ে বেশি কিছু বলার নেই এটি সম্পর্কে সবাই জানেন। এটির পাশাপাশি আমরা ফুটারে ডিএমসিএ ব্যাচের ছবিযুক্ত করেছি। যাতে করে কেউ আপনার সাইটের লেখা কপি পেস্ট করলে ব্যবস্থা নিতে পারেন।
১৫. সাবস্ক্রিপশন বক্স ও পোস্ট স্লাইডারঃ ইমেইল সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনি একদিকে যেমন পোস্টের আপডেট ভিজিটরদেরকে পাঠাতে পারবেন অন্যদিকে ইমেইল সংগ্রহ করতে পারবেন। পোস্ট স্লাইডার আমাদের সাইটের পপুলার পোস্টগুলোকে দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে। তবে আমরা টেকনিক্যালি এমনভাবে সেটআপ করেছি যাতে জনপ্রিয় পোস্ট সম্পর্কে আপনার কম্পিটিটররা জানতে না পারেন।
১৬. কাস্টম এডসঃ Potential IT Blogger Template ব্যবহার করলে আপনি কাস্টম এডসও উইজ করতে পারবেন।
১৭. কাস্টম 404 পেজঃ ৪০৪ পেজের মাধ্যমে গুগলে আপনার ব্রোকেন লিংক ইস্যু সলভ করা হয়। আমাদের থিমের ৪০৪ পেজ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে।
১৮. কাস্টম মিডিয়া যুক্তকরণঃ ইউটিউব, ফেসবুক কিংবা টিকটক সহ যেকোনো মিডিয়ার ভিডিও খুব সহজেই এমবেডেড করতে পারবেন। এসকল ভিডিও পোস্টে যুক্ত করলে র্যাংকে সহায়তা করবে।
১৯. কাস্টম কমান্ড ও স্টাইলিং লেখা (পোস্ট/ পেজ): আমাদের থিমে অনেক অনেকগুলো কাস্টম কমান্ড এড করা হয়েছে যা আমরা এখানে শেয়ার করে শেষ করতে পারবো না। ইতোমধ্যে আপনার বুঝে যাওয়ার কথা কি পরিমাণ ফাংশন এই থিমে আপনি পাচ্ছেন। স্টাইলিং লেখা মূলত আপনার পোস্টের নির্দিষ্ট কোন লেখা যদি ভিজিটরদের দৃষ্টিতে আনতে চান সেক্ষেত্রে ব্যবহার করবেন।
২০. কাস্টম কন্টাক্ট ফর্মঃ অনেক ওয়েবসাইটে কন্টাক্ট ফর্ম হিসেবে গুগল ফর্মকে উইজ করে হয় যা একদম আনপ্রফেশনাল লাগে। এখানে আমরা যে কন্টাক্ট ফর্ম উইজ করেছি এটি দেখতে খুবই প্রফেশনাল লাগে এবং এটা উইজার ফ্রেন্ডলি।
২১. আনলিমিটেড কাস্টম বাটন ও এলার্ট ফাংশনঃ আমাদের প্রতিটি পোস্টে খুব আকর্ষণীয় বাটন উইজ করা হয় যা দেখতে ঝকঝকে ও দৃষ্টি নন্দন। এলার্ট ফাংশনের মাধ্যমে আপনি পোস্টের বিশেষ কোন লেখাকে আলাদাভাবে ভিজিটরদের সামনে তুলে ধরতে পারবেন।
২২. আনলিমিটেড টেক্সট ফরম্যাটঃ থিমে বিভিন্ন ধরণের টেক্সট ফরম্যাট সিস্টেম আছে। কোন লেখাকে আন্ডারলাইন, কেটে দেওয়া, গানিতিক সমস্যাবলি টাইপ করা ইত্যাদি সকল দিক মাথায় রেখে কাজ করেছি।
২৩. আনলিমিটেড ফ্রি আইকনঃ আমাদের সকল থিমে ম্যাটেরিয়াল ও ফন্টঅসাম আইকন ব্যবহার করেছি। থিম ডকুমেন্টেশন ফাইলে এ সমস্ত আইকন পেয়ে যাবেন।
২৪. থিম কাস্টমাইজেশনঃ কাস্টম থিমের ফিচার ও শর্তাবলি অংশে দেখুন।
২৫. একটি থিমে আনলিমিটেড ওয়েবসাইটঃ কাস্টম থিমের ফিচার ও শর্তাবলি অংশে দেখুন।
২৬. রেডিমেইড টেবিল অফ কনটেন্টঃ কাস্টম থিমের ফিচার ও শর্তাবলি অংশে দেখুন।
২৭. ইন্সট্যান্ট চ্যাট বাটন (প্রো ভার্সন): কাস্টম থিমের ফিচার ও শর্তাবলি অংশে দেখুন।
২৮. লাইফটাইম আপডেটঃ কাস্টম থিমের ফিচার ও শর্তাবলি অংশে দেখুন।
২৯. টেলিগ্রাম প্রাইভেট গ্রুপ সাপোর্টঃ কাস্টম থিমের ফিচার ও শর্তাবলি অংশে দেখুন।
৩০. ফেসবুক কমেন্ট বক্সঃ কাস্টম থিমের ফিচার ও শর্তাবলি অংশে দেখুন।
কাস্টম থিমের ফিচার ও শর্তাবলি
উপরের মূল থিম অংশে আমরা যে ২৩টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি তার সব কয়টি আপনি কাস্টম থিমে পাবেন। এছাড়া বাড়তি শর্ত হিসেবে এখানে আপনি ২৪-৩০ নং সুবিধাগুলো পাবেন।
২৪. থিম কাস্টমাইজেশনঃ থিম কাস্টমাইজেশন হলো আমরা পুরো থিমটি ডিজাইন করে দিবো। এখানে ফন্ট যুক্ত করা, থিমের কমান্ড পরিবর্তন, মেনু, সাবমেনু, ফুটার, সোশ্যাল আইকন, শেয়ার বাটনসহ উল্লেখিত ৩০টি বিষয়ের কাজ করা হবে। তবে আপনি যদি সম্পূর্ণ নিজের ইচ্ছামত কাস্টমাইজ করতে চান তবে ডেভেলপারের সাথে কথা বলতে পারবেন এক্ষেত্রে চাহিদানুসারে অতিরিক্ত ফি প্রয়োজন হতে পারে।
২৫. একটি থিমে আনলিমিটেড ওয়েবসাইটঃ আমরা থিমের কোন লাইসেন্স সিস্টেম রাখিনি। আমাদের যেকোনো থিম আপনি ক্রয় করে একাধিক সাইটে উইজ করতে পারবেন। তবে ফ্রিতে শেয়ার না করার অনুরোধ করা রইলো। আসলে ব্লগার থিম ফ্রিতে শেয়ার করলে ডেভেলপারদের কিছুই করার থাকে না।
২৬. রেডিমেইড টেবিল অফ কনটেন্টঃ আমাদের সব থিমেই রেডিমেড টেবিল অফ কনটেন্ট সিস্টেম রয়েছে। ফলে খুব অল্প সময়ে আপনি টেবিল অফ কনটেন্ট যুক্ত করতে পারবেন। বর্তমানে এটি ক্লিক রেট বাড়াতে খুবই কার্যকর।
২৭. ইন্সট্যান্ট চ্যাট বাটন (প্রো ভার্সন): আমাদের সাইটে যে চ্যাট বাটন দেখছেন এখানে কোন ফুটার ক্রেডিট নেই। আপনি ঠিক এই ধরণের বাটন আপনার সাইটের জন্য পেয়ে যাবেন।
২৮. লাইফটাইম আপডেটঃ আমাদের থেকে যেকোনো থিম ক্রয় করলে আপনি আজীবনের জন্য উক্ত থিমের আপডেট পেতে থাকবেন। এটার জন্য আপনাকে কোন এক্সট্রা চার্জ দিতে হবে না। থিম আপডেট করার পূর্বে অবশ্যই আগের ভার্সনের ব্যাকআপ রেখে নিবেন।
২৯. টেলিগ্রাম প্রাইভেট গ্রুপ সাপোর্টঃ বাংলাদেশে একমাত্র পটেনশিয়াল আইটি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে প্রাইভেট সাপোর্ট দিচ্ছে। আমাদের সাপোর্টে কোন সেলস এক্সপার্ট আপনার সাথে কথা বলবেন না সরাসরি আমাদের এসইও এক্সপার্ট কিংবা ওয়েব ডেভেলপারদের সাথে কথা বলতে পারবেন।
৩০. ফেসবুক কমেন্ট বক্সঃ আমাদের থেকে ক্রয়কৃত থিমে চাইলে ফেসবুক কমেন্ট বক্স যুক্ত করতে পারবেন। সবচেয়ে মজার দিক হলো আপনি একই সাথে ব্লগার ও ফেসবুক দুইটি কমেন্ট সিস্টেম যুক্ত করতে পারবেন। এতে করে আপনার কমেন্টের পরিমাণ বাড়বে অন্যদিকে এটি গুগলকে আপনার সাইট সম্পর্কে পজিটিভ ফিডব্যাক দিবে।
আশা করি আপনি ইতোমধ্যে কেন পটেনশিয়াল আইটি ব্লগার থিম সেরা এটি বুঝতে পেরেছেন এবং আমাদের থেকে থিম ক্রয় করলে কি কি সুবিধা পাবেন তা বিস্তারিত আকারে তুলে ধরেছি। আমাদের ৫০% সুবিধাও কেউ দিবে বলে মনে হয় না। যেহেতু আমরা একটি স্টার্টআপ এবং নতুন যাত্রা শুরু করেছি সেহেতু ক্লায়েন্টদের সব সুবিধা মাথায় রেখে কাজ করে যাচ্ছি।
আমাদের থিম আপনি Sneeit Spot Chrome Extension দিয়ে আপডেট করতে পারবেন। এই এক্সটেনশন দিয়ে আমাদের থিমের ব্লগার পোস্টের এসইও স্কোর চেক করতে পারবেন। এটি আমাদের পরিচিত ডেভেলপার Tiennguyenvan এর তৈরি করা একটি এক্সটেনশন।
প্রথমত, অটো আপডেট সুবিধা গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে দেওয়া যায়। আমরা জানি না/ পারি না বিষয়টা এমন না। দ্বিতীয়ত, গুগল ট্যাগ ম্যানেজারের কোড আপনার থিমে হেড ট্যাগের নিচে রাখতে হবে যা সাইটের প্রতিটি পোস্ট/ পেজে ফায়ার হবে। ফলে একদিকে যেমন লোডিং স্পিড অনেক বৃদ্ধি পাবে অন্যদিকে আপডেটকৃত ডিজাইন আপনার কাছে ভালো নাও লাগতে পারে। তাছাড়া আমাদের ম্যানুয়াল আপডেট সিস্টেম একদম সহজ ঠিক যেখানে আপডেট করতে হবে আমরা সেটি দেখিয়ে দিবো।
যারা ব্লগারে অটো আপডেটের কথা বলে তারা আপনার থিমে গুগল ট্যাগ ম্যানেজারের কোড রেখে দেয়। ফলে আপনার সাইটের বিভিন্ন তথ্য তারা চাইলে নিতে পারবে। এমনকি যে ইমেইল দিয়ে গুগল ট্যাগ ম্যানেজার খোলা হয়েছে সেটি হ্যাক হলে আপনার সাইট ঝুঁকির মধ্যে থাকবে।
প্রথমে আমাদের প্রাইজিং টেবিলের নিচে বাটনে "অর্ডার করুন" বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে। সেখানে আপনার নাম, মোবাইল নম্বর, পেমেন্ট ক্লিয়ারেন্স, ইমেইলসহ প্রয়োজনীয় সকল তথ্য পূরণ করে সাবমিট করতে হবে। সাবমিট করার সর্বোচ্চ ৪-১২ ঘণ্টার মধ্যে আমাদের একজন স্পেশালিষ্ট আপনার সাথে যোগাযোগ করবেন। আপনার থেকে প্রাপ্ত তথ্য নিয়ে আমরা তাৎক্ষণিক কাজ শুরু হয়ে করে দিবো।
আপনি বিকাশ ও নগদের মাধ্যমে পেমেন্ট করবেন। আপনি যে নম্বর থেকে পেমেন্ট করেছেন উক্ত নম্বর ও ট্রানজেকশন কোড ফর্মে লিখতে হবে। যদি কোন কারণে ট্রানজেকশন কোড নিয়ে সমস্যা হয় তাহলে আপনার পুরো বিকাশ/ নগদ নাম্বারটি লিখবেন।
জ্বি আপনাকে সার্ভিসের পুরো টাকা এডভান্স দিতে হবে। পেমেন্ট করার পরপর আপনাকে একটি প্রাথমিক কনফার্মেশন ইমেইল পাঠানো হবে। এরপরে পেমেন্ট যাচাই করে আমরা আপনাকে থিমটি প্রদান করবো এবং আপনার প্যাকেজ অনুসারে বাকি সুযোগ সুবিধা পাবেন।
এটিকে খুবই যৌক্তিক প্রশ্ন বলে মনে করি। পটেনশিয়াল আইটি একটি স্টার্টআপ বিজনেস যার আমাদের কয়েক'শ ক্লায়েন্ট আছে। তাছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ভেরিফাই গুগল মাই বিজনেস, টুইটার, ইনস্টাগ্রাম ও লিংকডইন- সহ প্রায় সকল প্ল্যাটফর্মে সরব উপস্থিতি রয়েছে। ফলে আপনি নিশ্চিন্তে আমাদের সাথে লেনদেন করতে পারেন।
আমরা এধরণের কোন চটকদার বিজ্ঞাপন দেই না। এই থিম বাংলাদেশে কয়েকশ সাইটে ব্যবহার করে সবাই যেমন লাখ টাকা আয় করতে পারে না, একইভাবে সবাই যে করে না এটাও সঠিক নয়। আপনার আয় নির্ভর করে কনটেন্টের উপর। আপনার সাইটে কনটেন্ট যত ভালো হবে এবং যত বেশি ভিজিটর পাবেন আপনার ইনকাম তত বেশি হবে। আপনি চাইলে আমাদের Best Article Writing Service নিতে পারেন।
আপনি যদি আমাদের কোন সার্ভিস না নেন তাও আমরা আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত আছি। সেক্ষেত্রে আপনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে প্রশ্ন করতে পারেন। অন্যদিকে আমাদের ক্লায়েন্টদেরকে আমরা টেলিগ্রামের মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকি।
তাছাড়া আপনি যদি একবার আমাদের কোন পেইড সার্ভিস ক্রয় করেন তাহলে লাইফটাইম আমাদের টেলিগ্রাম মেন্টরশিপ গ্রুপে ফ্রিতে জয়েন হতে পারবেন। সেখানে শুধুমাত্র আমাদের এক্সপার্টরাই আপনাদের বিভিন্ন প্রশ্নের রিপ্লাই দিয়ে থাকে।
থিমটি ক্রয় করতে চাই। কি করতে হবে ভাই?
উত্তরমুছুন