পটেনশিয়াল আইটি
https://www.potentialit.xyz/2022/03/nagad-limit.html
নগদ ক্যাশ আউট লিমিট ২০২৪
নগদ ক্যাশ আউট লিমিট - Nagad Limit নিয়ে যারা জানতে চান তাদের জন্য আজকের এই পোস্টটি।
নগদ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং অ্যাপ। বাংলাদেশে বর্তমানে লক্ষাধিক মানুষ নগদ অ্যাপ ব্যবহার করছেন। বিকাশ, রকেট ও উপায় এর চাইতে নগদে যে কোন সার্ভিস চার্জ কম হয়ে থাকে।
নগদ ক্যাশ আউট লিমিট | নগদে সর্বোচ্চ কত টাকা ক্যাশ আউট করা যায়?
নগদ একাউন্ট লিমিট নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নগদের পক্ষ থেকে কোন আপডেট আসলে তা এখানে যুক্ত করা হবে।
- একজন নগদ একাউন্ট ব্যবহারকারী তার একাউন্ট থেকে প্রতিদিন সর্বোচ্চ ২৫,০০০ টাকা এবং প্রতি মাসে সর্বোচ্চ ১৫০,০০০ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন।
- প্রতি লেনদেনে সর্বনিম্ন পেমেন্টের পরিমাণ হতে হবে এক টাকা। ক্ষেত্র বিশেষে মার্চেন্টের ধরন অনুযায়ী সর্বোচ্চ লিমিট ভিন্ন হতে পারে।
- একজন নগদ একাউন্ট ব্যবহারকারী যে কোন মুহূর্তে তার একাউন্টে সর্বোচ্চ ৩০০,০০০ টাকা রাখতে পারবেন।
লেনদেনের প্রকার | লেনদেনের সীমা | প্রতি লেনদেনে | ||||
সর্বোচ্চ পরিমাণ (দিনে) | সর্বোচ্চ সংখ্যক লেনদেন (দিনে) | সর্বোচ্চ পরিমাণ (মাসে) | সর্বোচ্চ সংখ্যক লেনদেন (মাসে) | সর্বনিম্ন (টাকা) | সর্বোচ্চ (টাকা) | |
সেন্ড মানি (*১৬৭#) | ২৫,০০০ | ৫০ | ২০০,০০০ | ১০০ | ১০ | ২৫,০০০ |
সেন্ড মানি (অ্যাপ) | ||||||
ক্যাশ আউট (*১৬৭#) | ২৫,০০০ | ৫ | ১৫০,০০০ | ২০ | ৫০ | ২৫,০০০ |
ক্যাশ আউট (অ্যাপ) | ||||||
ক্যাশ ইন | ৩০,০০০ | ৫ | ২০০,০০০ | ২৫ | ৫০ | ৩০,০০০ |
চেক ব্যালেন্স (*১৬৭#) | এখানে প্রযোজ্য নয় | |||||
চেক ব্যালেন্স (অ্যাপ) | এখানে প্রযোজ্য নয় | |||||
মোবাইল রিচার্জ | ১০০,০০০ | ৫০ | ১০০,০০০ | ১৫০০ | ১০ | প্রিপেইড এবং স্কিটো মোবাইল রিচার্জ ক্ষেত্রে সর্বোচ্চ ১,০০০ টাকা প্রযোজ্য |
ব্যাংক টু নগদ | বর্তমান নগদ ক্যাশ ইন লিমিট প্রযোজ্য। ক্যাশ ইন লিমিটে যেকোনো প্রকার ব্যাংকিং, কার্ড ট্রান্সফার এবং এজেন্ট থেকে ক্যাশ ইন অন্তর্ভুক্ত অর্থাৎ এজেন্ট থেকে ক্যাশ ইন এবং ব্যাংক ও কার্ড থেকে প্রাপ্তিতে একই লিমিট প্রযোজ্য। | |||||
কার্ড টু নগদ | ||||||
ক্রেডিট কার্ড বিল পেমেন্ট | কোনো লিমিট প্রযোজ্য নয় |
আশা করি, নগদে একদিনে সর্বোচ্চ লেনদেন কত টাকা উত্তর পেয়েছেন। উপরের চার্টে খুব সুন্দর করে নগদে সর্বোচ্চ ক্যাশ আউট লিমিট সম্পর্কে বিস্তারিত দেওয়া হয়েছে।
0 জন কমেন্ট করেছেন
দয়া করে কমেন্ট নীতিমালা পড়ুন