পটেনশিয়াল আইটি https://www.potentialit.xyz/2022/05/facebook-page-kholar-niyom.html

প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম ২০২৩

প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম খুঁজছেন? তাহলে চলুন ফেসবুক পেজ খোলার উপায় জেনে নেই। 

Facebook Page Kholar Niyom

এখানে আমরা প্রথমে কম্পিউটারের সাহায্যে এবং পরের ধাপে মোবাইলের সাহায্যে ফেসবুক পেজ খোলার নিয়ম দেখবো। মোবাইলে মূলত ফেসবুক অ্যাপসের মাধ্যমে পেজ খোলা হয়। অন্যদিকে ডেস্কটপে ওয়েব ভার্সনে গিয়ে পেজ খুলতে পারবেন।

ডেস্কটপ দিয়ে ফেসবুক পেজ খোলার নিয়ম

শুরুতে আমরা ডেস্কটপ দিয়ে কিভাবে ফেসবুক পেজ খোলে তা দেখে নিবো। প্রথমেই আপনাকে যেকোনো একটি ব্রাউজারে গিয়ে ফেসবুকে লগ ইন করতে হবে। এরপর আপনি নিচের প্রক্রিয়া অনুসারে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন। 

১. প্রথমে আপনাকে নিচের ছবির মত দেখতে পাওয়া আইকনে ক্লিক করে "Page" লেখায় ক্লিক করতে হবে। আপনি চাইলে সরাসরি লিংকে ক্লিক করেও কাজটি করতে পারেন। 
Facebook Page
২. এবার আপনি যে নতুন উইন্ডো দেখতে পাবেন সেখানে তিনটি অপশন আসবে। সেগুলো হলোঃ
  • ফেসবুক পেজের নামঃ আপনার ফেসবুক পেজের নাম কোন বড় ব্রান্ড, সেলিব্রেটি, সরকারি সংস্থা কিংবা রাজনৈতিক ব্যক্তিত্বের নাম ব্যবহার করবেন না। এতে করে পেজ যেকোনো সময় ফেসবুক ডিলিট করে দিবে। তাছাড়া পেজে ৪ হাজারের বেশি লাইক পড়লে নামও চেঞ্জ করতে দিবে না। ফলে ফেক নেম ব্যবহার করে যারা লাইক পাওয়ার চিন্তা করেন সেটা বাদ দিতে হবে।
ফেসবুক পেজ তৈরি খোলার নিয়ম
  • ফেসবুকে পেজের ক্যাটাগরিঃ এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার পেজের সাথে যে ক্যাটাগরি যায় সেটি সিলেক্ট করবেন। যদি বুঝতে না পারেন তাহলে আপনার কম্পিটিটরদের পেজের ক্যাটাগরি দেখুন।
  • ফেসবুক পেজ ডেসক্রিপশনঃ এখানে ২৫৫ অক্ষরের মধ্যে আপনাকে লিখতে হবে। চেষ্টা করবেন আপনার কীওয়ার্ডগুলো রাখতে। ধরুন আপনি হেডফোন, মোবাইল ব্যাটারি, চার্জার ইত্যাদি সেল করেন সেক্ষেত্রে এগুলো ডেসক্রিপসনের মধ্যে রাখবেন। 
৩. উপরের তিনটি কাজ হয়ে গেলে "Create" বাটনে ক্লিক করবো। এবার প্রোফাইল পিকচার ও কভার ফটো আপলোড করার জন্য বলবে। যদি প্রোফাইল পিকচার ও কভার ফটো রেডি না থাকে তবে এই ধাপ স্কিপ করে যাবো। 
ফেসবুক বিজনেস পেজ খোলার নিয়ম
৪. এবার আমাদের পেজ ব্যবহার করার জন্য পুরোপুরি রেডি। এখন আপনি "username" লেখায় ক্লিক করে পেজের লিংক চেঞ্জ করতে পারবেন। যদি আপনার ইউজারনেম হয় bangladesh তাহলে পেজ লিংক হবে https://www.facebook.com/bangladesh। 

৫. ব্যস আমাদের প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করা হয়ে গেছে। 

মোবাইল দিয়ে ফেসবুক পেজ খোলার নিয়ম 

এই ধাপে আমরা মোবাইল দিয়ে ফেসবুক পেজ খোলার নিয়ম দেখবো। মোবাইল দিয়ে ফেসবুক পেজ খোলার জন্য আপনার ফোনে ফেসবুক অ্যাপস ইনস্টল করা থাকতে হবে। এরপর যেকোন একটি ফেসবুক আইডি দিয়ে লগিন করবেন। এখন নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ-

১. প্রথমেই আপনার ফেসবুক একাউন্টে লগিন করুন। 

২. এবার থ্রি বার আইকনে ক্লিক করুন। 
Create Facebook Page Mobile
৩. এখন স্ক্রল করে নিচে নামতে থাকুন। এখানে "Pages" নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন। 
৪. পরবর্তী ধাপের উইন্ডোতে যাওয়ার পর আপনি আগে থেকে যে সব পেজের এডমিন বা মডারেটর আছেন সেগুলো দেখতে পাবেন। 
Facebook Page Creation Using Mobile
৫. উপরের "Create" লেখায় ক্লিক করার পর নতুন পেজ তৈরি করার প্রক্রিয়া শুরু হবে। এর জন্য "Get Started" লেখায় ক্লিক করুন।
Create Facebook Page with apps
৬. এবার পেজের নাম দিন। পেজের নাম দেওয়ার ক্ষেত্রে কোন বড় ব্রান্ড, রাজনৈতিক ব্যক্তি কিংবা সরকারি সংস্থার নাম ব্যবহার করবেন না। 
Facebook Page Name
৭. এবার পেজের ক্যাটাগরি সিলেক্ট করুন। ক্যাটাগরি সিলেক্টের বেলায় খুবই সতর্ক থাকবেন। কারণ আপনার পেজ ও পোস্ট কাদের টাইমলাইনে শো করাবে সেটার প্রাথমিক ধারণা এখান থেকে নেওয়া হয়। 
Facebook Page Category
৮. এখন আপনার ওয়েবসাইট এড করবেন। এই ধাপটি চাইলে স্কিপ করা যাবে। অন্যদিকে ওয়েবসাইট না থাকলে "I don't have an website" লেখায় ক্লিক করবেন। 
Facebook Page Khola
৯. সর্বশেষ ধাপে আপনার প্রোফাইল ফটো ও কভার ফটো এড করতে বলবে। আপনি চাইলে "Next" লেখায় ক্লিক করে এড়িয়ে যেতে পারেন। তবে পরবর্তীতে অবশ্যই প্রোফাইল ও কিভার পিকচার এড করবেন। 

১০. এখন "@username" লেখাতে ক্লিক করে উইজারনেম দিয়ে দিবেন। মনে রাখবেন উইজারনেম এক পেজের সাথে অন্য পেজেরটা মিলবে না। কাজেই এটা এমন নাম দিবেন যেটা সহজেই মনে রাখা যায়। উইজার নেম সহজ দিলে যে কারো সাথে পেজের লিংক মুখস্ত শেয়ার করতে পারবেন। 
Complete Facebook Page

শেষ কথা - ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়?

উপরে আমরা ডেস্কটপ ও মোবাইল দিয়ে ফেসবুক পেজ তৈরি করার পদ্ধতি জানলাম। আমাদের পরবর্তী পোস্টে ফেসবুক পেজের সকল সেটিংস ও ব্যবহার সম্পর্কে জানবো। এবার আপনার পালা এখানে উল্লেখ করা কোন ধাপটি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন? কমেন্ট করে জানান। 

বন্ধুদের সাথে শেয়ার করুন

এখনি কমেন্ট করুন

0 জন কমেন্ট করেছেন

দয়া করে কমেন্ট নীতিমালা পড়ুন emoji

পটেনশিয়াল আইটি কী?