পটেনশিয়াল আইটি https://www.potentialit.xyz/2022/04/nagad-uddokta.html

নগদ উদ্যোক্তা একাউন্ট খোলার নিয়ম ২০২৩

আমাদের আজকের আলোচ্য বিষয় নগদ উদ্যোক্তা একাউন্ট খোলার নিয়ম ২০২৩। নগদ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম জানতে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। 

নগদ উদ্যোক্তা একাউন্ট খোলার নিয়ম

নগদ বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং অপারেটর। বর্তমানে বিকাশের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে নগদ। নগদ একাউন্ট এর খরচ অন্যান্য অপারেটর থেকে কম হওয়াই এটির সফলতার মূল কারণ। 

নগদ উদ্যোক্তা একাউন্ট খোলার নিয়ম

নগদ পার্সোনাল একাউন্ট ও নগদ উদ্যোক্তা একাউন্ট একই নয়। ইতোপূর্বে আমরা নগদ একাউন্ট খোলার নিয়ম শেয়ার করেছি যা মূলত পার্সোনাল নগদ একাউন্ট। উদ্যোক্তা একাউন্টের আরেকটি নাম হলো নগদ এজেন্ট একাউন্ট। প্রথমেই জেনে নিন Nagad Uddokta Account খুলতে যা যা লাগবে। 

  • দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি
  • জাতীয় পরিচয়পত্র/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট এর সত্যায়িত কপি
  • পূর্বে নগদের কোন ধরণের একাউন্ট খোলা হয়নি এমন একটি নাম্বার 
  • ট্রেড লাইসেন্স 
  • দোকান/ ব্যবসা প্রতিষ্ঠানের সিল 

যেভাবে খুলতে হবে নগদ উদ্যোক্তা একাউন্ট

নগদ উদ্যোক্তা একাউন্ট ঘরে বসে খোলার কোন সুযোগ নেই। Nagad Uddokta Account খোলার জন্য আপনাকে নিকটবর্তী নগদ কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হবে।  তবে সব থেকে ভালো হয় নগদের হেড অফিসে গিয়ে কাজটি সম্পন্ন করলে। নগদ হেড অফিস এর ঠিকানা হলোঃ

নগদ অফিস ঠিকানাঃ ডেল্টা ডালিয়া টাওয়ার (লেভেল ১৩-১৪), কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।

আপনি নগদ অফিসে যেসকল কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন বা যেসকল কাগজপত্র তারা চাইতে পারে সেগুলো আমরা উপরে বলে দিয়েছি। আমরা সমস্ত প্রমাণাদি দাখিল করার পর নগদ কর্তৃপক্ষ আপনার কাছে সর্বোচ্চ ২৮ মিনিট সময় নিবেন। আপনার সকল কাগজপত্র যদি সঠিক হয়ে থাকে তবে তারা নগদ এজেন্ট একাউন্ট খোলার জন্য পরবর্তী ধাপে যাবেন। পরবর্তী ধাপে তারা আপনাকে একটি উদ্যোক্তা সিম দিবে যার মাধ্যমে আপনি একাউন্ট পরিচালনা করবেন। এর মাধ্যমেই আপনার Uddokta Account তৈরির কাজ সম্পন্ন হবে।  

কেন করবেন নগদ উদ্যোক্তা একাউন্ট?

বর্তমানে মোবাইল ব্যাংকিং বাংলাদেশে একটি জনপ্রিয় ই-ক্যাশ সার্ভিস হিসেবে পরিণত হয়েছে। নগদ পুরো বাংলাদেশকে ক্যাশলেস করার অর্থাৎ ই-ব্যাংকিংয়ের আওতায় আনার উদ্যোগ। নগদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় কারণ যেকোনো জায়গায় মোটা অংকের টাকা লেনদেনের ক্ষেত্রে এটিই সব থেকে ভালো মাধ্যম। এছাড়া এখানে অফিশিয়াল ডকুমেন্ট থাকে যে আপনি কাউকে টাকা দিয়েছেন/ নিয়েছেন। 

নগদ উদ্যোক্তা একাউন্ট খুবই লাভজনক একটি ব্যবসা। আপনার যদি ফ্লেক্সিলোডের দোকান থেকে থাকে তবে আমরা বলবো আপনার Uddokta Account অবশ্যই খোলা উচিত। এর ফলে আপনি ফ্লেক্সিলোডের পাশাপাশি নগদের মাধ্যমেও লাভবান হতে পারবেন। 

নগদ উদ্যোক্তা ব্যবসায় টাকা বিনিয়োগের পরিমাণ?

পূর্বেই বলেছি নগদ এজেন্ট হওয়া একটি লাভজনক ব্যবসা। নগদ উদ্যোক্তা কমিশন বর্তমানে অন্যান্য মোবাইল ব্যাংকিং থেকে বেশ ভালো রেট। তবে আপনার লাভের পরিমাণ নির্ভর করবে আপনি কত টাকা বিনিয়োগ করবেন সেটির উপর। আপনি যদি নতুন হয়ে থাকেন তবে ২০-৩০ হাজার টাকা প্রাথমিক বিনিয়োগ করতে পারেন। 

তবে আপনার আশেপাশে নগদ উদ্যোক্তা পয়েন্ট থাকলে মুনাফা কম হতে পারে। কারণ সেক্ষেত্রে কিছু কাস্টমার আপনার দোকানে আসবে আবার কিছু কাস্টমার অন্য দোকানে যাবে। তাছাড়া নগদ উদ্যোক্তা লোকেটর এমন জায়গায় হতে হবে যেখানে মানুষের আসা যাওয়া রয়েছে এবং যাতায়াত ব্যবস্থা খুব ভালো। 

নগদ উদ্যোক্তা একাউন্টে মুনাফার পরিমাণ

আপনারা অনেকেই জানতে চেয়েছেন নগদ উদ্যোক্তা কমিশন কত? নগদ উদ্যোক্তা কমিশন মূলত গ্রাহকদের টাকা পাঠানো ও টাকা উত্তোলনের ক্ষেত্রে নির্ভর করে থাকে। কোন নগদ গ্রাহক ১০০০ টাকা উত্তোলন/ ক্যাশ আউট করলে আপনি ৪ টাকা ১০ পয়সা কমিশন লাভ করবেন। আর ১ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করলে আপনি ৪১০ টাকা কমিশন পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। 

তাছাড়া আপনি কাউকে নগদ একাউন্ট খুলে দিলে সেখান থেকেও কমিশন লাভ করবেন। কাজেই এখানে বিভিন্নভাবে মুনাফা অর্জন করা যায়। ফলে আপনি দৈনিক ৫০০ টাকা মুনাফা অর্জন করলে মাসে ১৫ হাজার টাকা পর্যন্ত লাভ করতে পারবেন। যদিও এটি আপনার বিনিয়োগের পরিমাণের উপর নির্ভরশীল। 

নগদ উদ্যোক্তা একাউন্টের সুবিধা

নগদ উদ্যোক্তা একাউন্ট এর বেশ কিছু সুবিধা রয়েছে। আমরা নিচে এর কয়েকটি সুবিধা বর্ণনা করছি। 

  • উদ্যোক্তা একাউন্টে কাস্টমার নিশ্চিন্তে লেনদেন করতে চায় কারণ এটি কয়েক ধাপে ভেরিফাই করা। ফলে প্রতারিত হওয়ার সুযোগ কম। 
  • উদ্যোক্তা একাউন্টে অধিক মুনাফা অর্জন করা যায়। 
  • নগদের বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ থাকে। যেখানে আপনি স্কিল ডেভেলপ করতে পারবেন।
  • অল্প পরিশ্রমে অধিক মুনাফা অর্জন করতে পারবেন। 

নগদ এজেন্ট একাউন্টের অসুবিধা

বেশকিছু সুবিধার পাশাপাশি নগদ এজেন্ট একাউন্ট এর অল্প কিছু অসুবিধা রয়েছে। এবার আমরা সেগুলো নিয়ে জানবো। 

  • যে কেউ চাইলেই Nagad Uddokta Account খুলতে পারবেন না। এর জন্য ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে। 
  • অনলাইনে Nagad Agent Account খোলার কোন সুযোগ নেই ।
  • একাউন্টের টাকা উত্তোলনের ক্ষেত্রে আপনাকে ব্যাংকে যেতে হবে। 

নগদ উদ্যোক্তা ব্যবসায় স্থান নির্বাচন

আমরা ইতোমধ্যে নগদ উদ্যোক্তা হওয়ার নিয়ম পূর্ণাঙ্গরূপে তুলে ধরেছি। তবে আপনাকে নগদ উদ্যোক্তা হতে হলে অবশ্যই একটি দোকান দিতে হবে। আর এটা আমাদের কারোই জ্ঞানের বাইরে নয় যে, যেকোনো স্থানে দোকান দিলেই ব্যবসায় সফলতা আসবে না।   

ফলে আমরা আপনাকে দোকানের সঠিক স্থান, ভাড়া ও দোকান পরিচালনা সংক্রান্ত বিষয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। স্থান নির্বাচন হলো আপনার ব্যবসার প্রাথমিক এবং মূল ভিত্তি। 

দোকানের জন্য সঠিক স্থান

দোকান বা ব্যবসার জন্য সঠিক স্থানের একটি তালিকা দিচ্ছি। তবে এ সকল স্থানে দোকান ভাড়া তুলনামূলক বেশি হয়ে থাকে। 

  • শপিং মল এর আশেপাশে 
  • হাসপাতালের আশেপাশে
  • জনসমাগমপূর্ণ এলাকায়
  • শিক্ষা প্রতিষ্ঠানের নিকটবর্তী স্থানে
  • অফিস-আদালতের নিকটে

দোকানের জন্য সঠিক স্থান নয়

যেসকল স্থান দোকানের জন্য সঠিক নয় সেখানে দোকান ভাড়া কম হবে স্বাভাবিক। তবে এটি এমন কোন ব্যবসা নয় যে ভালো সার্ভিসের দ্বারা আপনি কাস্টমার বেশি পাবেন। ফলে এসকল স্থানে দোকান দেওয়া যাবে না। 

  • কম জনসমাগমপূর্ণ এলাকা 
  • কোন সরু গলির ভিতরে 
  • যাতায়াত ব্যবস্থা খারাপ এমন স্থান 
  • কোন বাড়ি/ মার্কেটের নিচতোলা ব্যতীত অন্য কোন তলায় 

আশা করি আপনি নগদ উদ্যোক্তা একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে একটি ভালো ও স্বচ্ছ ধারণা পেয়েছেন। আপনার যদি কোন কনফিউশন কিংবা প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। 

বন্ধুদের সাথে শেয়ার করুন

এখনি কমেন্ট করুন

6 জন কমেন্ট করেছেন

দয়া করে কমেন্ট নীতিমালা পড়ুন emoji

  1. উদ্যোক্তা একাউন্ট করতে কি টাকা লাগবে? স্টুডেন্ট ব্যাংক একাউন্ট দিয়ে উদ্যোক্তা একাউন্ট খোলা যাবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. টাকা লাগবে না ফ্রিতে করতে পারবেন। তবে প্রাথমিক বিনিয়োগ করতে হবে। স্টুডেন্ট একাউন্ট ব্যবহার না করাই ভালো যদি বিজনেস প্ল্যান অনেক বছরের জন্য হয়ে থাকে।

      মুছুন
  2. কোন এলাকায় নগদের গ্রাহক বেশি এটা বুঝার উপায় আছে কোন?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যেসব জায়গায় কাস্টমার কেয়ার আছে সেসব এলাকা সুবিধাজনক বলে মনে করি।

      মুছুন
  3. আচ্ছা আপনার এই থিমটি ক্রয় করতে হলে আমাকে কি করতে হবে আর প্রিমিয়ামটার প্রাইস কত। আর থিমের আপডেট কিভাবে পাবো

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পটেনশিয়াল আইটি ব্লগার টেম্পলেট এখানে বিস্তারিত পেয়ে যাবেন। আর থিম ক্রয় বিষয়ে কথা বলতে আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/potentialit.xyz/ এখানে নক দিন।

      মুছুন

পটেনশিয়াল আইটি কী?