পটেনশিয়াল আইটি https://www.potentialit.xyz/2022/03/pallibidyut.html

বিকাশে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম ও বিল চেক ২০২৩

বিকাশে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম ও বিল চেক ২০২৩ সম্পর্কে জানার আগ্রহ থাকলে এই পোস্টটি পড়তে থাকুন। এখানে বোনাস হিসেবে বাটন ফোনে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম শেয়ার করা হয়েছে। 

বিকাশ অ্যাপ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
বর্তমানে ঘরে বসে বিকাশের মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধ করা যাচ্ছে। এখানে আমরা বিকাশে কিভাবে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করে তা দেখাব। 

বিকাশ অ্যাপ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

বিকাশ অ্যাপ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ছবির সাহায্যে আমরা বুঝানোর চেষ্টা করেছি। তাছাড়া আপনাদের সুবিধার্থে তা লিখিত আকারেও তুলে ধরছি।  আপনি সঠিক নিয়মে বিকাশে বিদ্যুৎ বিল পরদান করতে চাইলে আমাদের পুরো পোস্ট মনোযোগ সহকারে পড়ুন। 

বিকাশে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম | Bkash Palli Bidyut Bill Pay System

কিভাবে অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড বিল বিকাশ করে?

১. প্রথমে বিকাশ অ্যাপে লগ ইন করুন। পরে পে বিল অপশন সিলেক্ট করুন। 

২. এবার বিদ্যুৎ অপশনে চাপ দিয়ে 'Palli Bidyut (Postpaid)' এই অংশে ট্যাপ করবেন। 

৩. আপনার বিলের সময়সীমা এবং এসএমএস নম্বরটি দিবেন। পরবর্তীতে দ্রুত পেমেন্ট করার জন্য এই একাউন্টটি সেইভ করে রাখতে পারেন। 

৪. বিলের মাস ও বছর ইনপুট দিয়ে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করুন। 

৫. আপনার বিকাশ একাউন্টের ৫ ডিজিটের পিন নম্বরটি দিবেন। বিল পে করতে স্ক্রিনের নিচের অংশে ট্যাপ করে ধরে রাখবেন। 

৬. বিল প্রদান সম্পন্ন হলে কনফার্মেশন ম্যাসেজ পাবেন। 

৭. আপনার বিকাশ অ্যাপেই পেয়ে যাবেন বিলের ডিজিটাল রিসিট, সেটি প্রিন্ট করে বা ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন। 

পল্লী বিদ্যুৎ বিল পোস্ট পেইড

কিভাবে অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুৎ প্রিপেইড বিল বিকাশ করবেন | Bkash Palli Bidyut Prepaid Pill Payment System

১. প্রথমে বিকাশ অ্যাপে লগ ইন করুন। পরে পে বিল অপশন নির্বাচন করুন। 

২. এবার বিদ্যুৎ অপশনে চাপ দিয়ে 'Palli Bidyut (Prepaid)' এই অংশে ট্যাপ করবেন। 

৩. আপনার বিলের সময়সীমা এবং এসএমএস নম্বরটি প্রদান করবেন। পরবর্তীতে দ্রুত পেমেন্ট করার জন্য উক্ত একাউন্টটি সেইভ করে রাখতে পারেন। 

৪. বিলের মাস ও বছর প্রদান দিয়ে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করুন। 

৫. আপনার বিকাশ একাউন্টের পিন নম্বরটি দিবেন। বিল পে করতে স্ক্রিনের নিচের অংশে ট্যাপ করে ধরে রাখুন। 

৬. বিল প্রদান সম্পন্ন হলে আপনার ফোনে একটি কনফার্মেশন ম্যাসেজ পাবেন। 

৭. আপনার বিকাশ অ্যাপেই পেয়ে যাবেন বিলের ই-রিসিট, সেটি প্রিন্ট করে বা ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন। 

পল্লী বিদ্যুৎ প্রিপেইড বিল বিকাশ

USSD কোড ডায়াল করে মোবাইলে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

কিভাবে *২৪৭# ডায়াল করে বিকাশে বিদ্যুৎ বিল প্রদান করবেন সে সম্পর্কে জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন। এই পদ্ধতি অনুসরণ করে বাটন ফোনে বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন। 

  • প্রথমে মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে *২৪৭# টাইপ করে কল বাটনে ক্লিক করুন। 
  • এরপরে আপনার সামনে একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে 'পে বিল' অপশনটি সিলেক্ট করে সেন্ড বাটনে ক্লিক করুন। এখানে সিলেক্ট করা বলতে এর পাশে একটি সংখ্যা লেখা থাকবে। সেটি টাইপ করে সেন্ড বাটনে চাপ দিবেন। যা নিচের ছবিতে স্পষ্ট ফুটিয়ে তোলা হয়েছে। 
  • এরপর 'ইলেক্ট্রিসিটি (পোস্টপেইড)' এটি সিলেক্ট করে পাশের বাটনে ক্লিক করুন। 
  • এখন 'পল্লী বিদ্যুৎ (পোস্ট পেইড)' এটি সিলেক্ট করে সেন্ড বাটনে প্রেস করুন। সাধারণত ১ নং অপশনে এটি থাকে। 
  • এখন মেক পেমেন্ট (Make Payment) এটি নির্বাচন করে সেন্ড বাটনে চাপ দিবেন। এবার আপনার একাউন্ট নাম্বার প্রদান করবেন। 
  • পল্লী বিদ্যুৎ বিলে উলেখিত এসএমএস নাম্বারটিকে এখানে একাউন্ট নাম্বার হিসেবে চিহ্নিত করা হয়েছে। 
  • এখন আপনি বিলের মাস ও বছর দিন। পরের ধাপে পল্লী বিদ্যুৎ বিলের এমাউন্ট উল্লেখ করবেন।   
  • পে বিলের সামারি দেখে নিনি এবং আপনার বিকাশ একাউন্টের পিন নম্বরটি প্রদান করুন। 
  • আপনার বিল প্রদান সঠিকভাবে হয়ে থাকলে কনফার্মেশন ম্যাসেজ পাবেন। আশা করি আমাদের বলা নিয়ম যথাযথভাবে বুঝতে পেরেছেন। 

পল্লী বিদ্যুৎ সমিতি | Bkash Palli Pidyut Bill Payment System | How to Pay Palli Bidyut Bill by Bkash

এখন থেকে আপনি নিচের এলাকার পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন বিকাশে। তাহলে চলুন নিচের এলাকাগুলোর নাম জেনে নেওয়া যাক। 
Pallibidyut Shomiti জোনের নাম
ঢাকা পিবিএস-০১ কালিয়াকৈর
ঢাকা পিবিএস-০১ চন্দ্রা
ঢাকা পিবিএস-০১ আশুলিয়া
ঢাকা পিবিএস-০১ শ্রীপুর
ঢাকা পিবিএস-০১ জামগড়া
ঢাকা পিবিএস-০১ মৌচাক
টাঙ্গাইল পিবিএস মির্জাপুর
টাঙ্গাইল পিবিএস দেলদুয়ার
টাঙ্গাইল পিবিএস বাসাইল
টাঙ্গাইল পিবিএস নাগরপুর
টাঙ্গাইল পিবিএস গোড়াই
টাঙ্গাইল পিবিএস এলেঙ্গা
যশোর পিবিএস-০১ ঝিকরগাছা
যশোর পিবিএস-০১ শার্শা
যশোর পিবিএস-০১ বাঘারপাড়া
যশোর পিবিএস-০১ চৌগাছা
যশোর পিবিএস-০১ বাঁগআচড়া
যশোর পিবিএস-০১ বাঁকড়া
যশোর পিবিএস-০১ রুপদিয়া
যশোর পিবিএস-০১ খাজুরা
ময়মনসিংহ পিবিএস-০১ গোপালপুর
ময়মনসিংহ পিবিএস-০১ মধুপুর
ময়মনসিংহ পিবিএস-০১ ফুলবাড়ীয়া
ময়মনসিংহ পিবিএস-০১ ধনবাড়ী
ময়মনসিংহ পিবিএস-০১ ঘাটাইল
ময়মনসিংহ পিবিএস-০১ কালিবাড়ী
বরিশাল পিবিএস-০২ গৌরনদী
বরিশাল পিবিএস-০২ আগৈলঝাড়া
বরিশাল পিবিএস-০২ বানরীপাড়া
বরিশাল পিবিএস-০২ উজিরপুর
সিলেট পিবিএস-০১ বিয়ানীবাজার
সিলেট পিবিএস-০১ ওসমানীনগর
সিলেট পিবিএস-০১ বিশ্বনাথ
সিলেট পিবিএস-০১ গোলাপগঞ্জ
সিলেট পিবিএস-০১ ফেঞ্চুগঞ্জ
সিলেট পিবিএস-০১ জকিগঞ্জ
সিলেট পিবিএস-০১ বালাগঞ্জ
কক্সবাজার পিবিএস উখিয়া
কক্সবাজার পিবিএস চকরিয়া
কক্সবাজার পিবিএস মহেশখালী
কক্সবাজার পিবিএস টেকনাফ
কক্সবাজার পিবিএস ইদগাহ
কক্সবাজার পিবিএস পেকুয়া
ফরিদপুর পিবিএস বোয়ালমারী
ফরিদপুর পিবিএস নগরকান্দা
ফরিদপুর পিবিএস মধুখালী সাব
ফরিদপুর পিবিএস সদরপুর সাব
ফরিদপুর পিবিএস আলফাডাঙ্গা
ঝিনাইদহ পিবিএস মহেশপুর
ঝিনাইদহ পিবিএস শৈলকুপা
ঝিনাইদহ পিবিএস কালীগঞ্জ
ঝিনাইদহ পিবিএস হরিণাকুন্ডু
ঝিনাইদহ পিবিএস কোটচাঁদপুর
ব্রাহ্মণবাড়িয়া পিবিএস কসবা
ব্রাহ্মণবাড়িয়া পিবিএস নবীনগর
ব্রাহ্মণবাড়িয়া পিবিএস আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়া পিবিএস নাসিরনগর
ব্রাহ্মণবাড়িয়া পিবিএস কসবা
ব্রাহ্মণবাড়িয়া পিবিএস বিজয়নগর
ব্রাহ্মণবাড়িয়া পিবিএস সুলতানপুর
ব্রাহ্মণবাড়িয়া পিবিএস শিবপুর
ভোলা পিবিএস লালমোহন
ভোলা পিবিএস চরফ্যাশন
ভোলা পিবিএস পরাণগঞ্জ 
ভোলা পিবিএস দক্ষিণ আইচা
সিলেট পিবিএস-০২ কানাইঘাট
সিলেট পিবিএস-০২ কোম্পানীগঞ্জ
সিলেট পিবিএস-০২ গোয়াইনঘাট
সিলেট পিবিএস-০২ শিবের বাজার
সুনামগঞ্জ পিবিএস ছাতক
সুনামগঞ্জ পিবিএস বিশ্বম্ভরপুর 
সুনামগঞ্জ পিবিএস দিরাই
সুনামগঞ্জ পিবিএস জগন্নাথপুর
সুনামগঞ্জ পিবিএস দঃ সুনামগঞ্জ
গাজীপুর পিবিএস-০১ বোর্ডবাজার
গাজীপুর পিবিএস-০১ কালীগঞ্জ
গাজীপুর পিবিএস-০১ কোনাবাড়ী
গাজীপুর পিবিএস-০১ ছায়াবিথী 
গাজীপুর পিবিএস-০১ পুবাইল 
গাজীপুর পিবিএস-০১ কাশিমপুর
নারায়ণগঞ্জ পিবিএস-০১ মদনপুর
নারায়ণগঞ্জ পিবিএস-০১ সোনারগাঁ 
নারায়ণগঞ্জ পিবিএস-০১ বন্দর
নারায়ণগঞ্জ পিবিএস-০১ তারাব
নারায়ণগঞ্জ পিবিএস-০১ নবীগঞ্জ
ঢাকা পিবিএস-০৩ ধামরাই
ঢাকা পিবিএস-০৩ আমিনবাজার
ঢাকা পিবিএস-০৩ কুশুরা
ঢাকা পিবিএস-০৩ শিমুতলা
ঢাকা পিবিএস-০৩ নয়ারহাট
ঢাকা পিবিএস-০৩ ট্যানারী
ঢাকা পিবিএস-০৩ কালামপুর
ঢাকা পিবিএস-০৪ হাসনাবাদ
ঢাকা পিবিএস-০৪ শুভাঢ্যা
ঢাকা পিবিএস-০৪ কলাতিয়া
ঢাকা পিবিএস-০৪ আব্দুল্লাপুর

বিকাশ পল্লী বিদ্যুৎ বিল চার্জ | Bkash Palli Bidyut Bill Charge | Bkash e Palli Bidyut Bill

বিকাশ অ্যাপ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষেত্রে আপনাকে চার্জ পরিশোধ করতে হবে। তবে আগামী এপ্রিল পর্যন্ত বিকাশে বিদ্যুৎ বিলে কোন প্রকার চার্জ দিতে হবে না।  তাহলে বিকাশে পল্লী বিদ্যুৎ বিল চার্জ সম্পর্কে জেনে নেওয়া যাক। 
বিলার বিলের পরিমাণ চার্জ
পল্লী বিদ্যুৎ পোস্টপেইড ও প্রিপেইড বিল ১-৪০০ টাকা ৫ টাকা
৪০১-১৫০০ টাকা ১০ টাকা
১৫০১-৫০০০ টাকা ১৫ টাকা
৫০০১-অধিক টাকা ২৫ টাকা

* আপনার বিকাশ অ্যাপ দিয়ে এবং *247# ডায়াল করে পল্লীবিদ্যুৎ বিল পেমেন্টের ক্ষেত্রে উপরোক্ত সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

*পল্লীবিদ্যুৎ প্রিপেইড বিল প্রদানের সর্বনিম্ন এমাউন্ট ১০০ টাকা হতে হবে। 

বিকাশে পল্লী বিদ্যুৎ বিল চেক | How to Check Palli Bidyut Bill Online

বিকাশ অ্যাপ ব্যবহার করে খুব সহজেই পল্লী বিদ্যুৎ বিল চেক করা যাবে। তাছাড়া অ্যাপে বিলের ডিজিটাল রিসিট চলে আসে। ফলে আমরা কিভাবে *247# ডায়াল করে উপরের পল্লীবিদ্যুৎ বিল চেক করবেন এটি নিয়ে আলোচনা করবো। 

১. প্রথমে আপনাকে *২৪৭# ডায়াল করতে হবে ।এখন পে বিলের পাশে সংখ্যাটি ইনপুট দিয়ে সেন্ড বাটনে ক্লিক করুন। 

২. এবার 'ইলেক্ট্রিসিটি (পোস্টপেইড)' এর পাশের সংখ্যাটি সিলেক্ট করে সেন্ড বাটনে চাপ দিন। 'পল্লীবিদ্যুত২ (পোস্ট পেইড)' এর পাশের সংখ্যাটি লিখে সেন্ড বাটন প্রেস করুন। 

৩. এরপর চেক বিল সিলেক্ট করবেন এবং পরে একাউন্ট নাম্বার সিলেক্ট করবেন। দুইটাই ১ চেপে সিলেক্ট করা যাবে। 

৪. পল্লী বিদ্যুৎ বিলে উলেখিত এসএমএস নাম্বারটিকে এখানে একাউন্ট নাম্বার হিসেবে চিহ্নিত করা হয়েছে।  এখন আপনি বিলের মাস ও বছর দিন। পরের ধাপে পল্লী বিদ্যুৎ বিলের এমাউন্ট উল্লেখ করবেন।

৫. আপনার পে বিলের সামারি দেখে নিনি এবং আপনার বিকাশ একাউন্টের পিন নম্বরটি প্রদান করুন।আপনার বিল প্রদান সঠিকভাবে হয়ে থাকলে কনফার্মেশন ম্যাসেজ পাবেন। 

বিকাশে পল্লীবিদ্যুৎ বিল চেক

বন্ধুদের সাথে শেয়ার করুন

এখনি কমেন্ট করুন

2 জন কমেন্ট করেছেন

দয়া করে কমেন্ট নীতিমালা পড়ুন emoji

  1. নামহীন৮:৪৯ PM

    এপ্রিল পর্যন্ত চার্জ দিতে হবে না এটা কি পল্লী বিদ্যুৎ এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. জ্বি বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার অফার হিসেবেও এটি গণ্য হবে।

      মুছুন

পটেনশিয়াল আইটি কী?