পটেনশিয়াল আইটি
https://www.potentialit.xyz/2022/03/bkash-helpline.html
বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার ২০২৪
বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার সম্পর্কে যারা জানতে চেয়েছেন তাদের জন্য আজকের এই পোস্ট। বিকাশ বাংলাদেশের অন্যতম বড় মোবাইল ব্যাংকিং অপারেটর।
তারা তাদের গ্রাহক সেবার পরিধি বাড়ানোর জন্য বিভিন্ন কাস্টমার কেয়ার সেন্টার, হট লাইন নম্বর ও লাইভ চ্যাটের ব্যবস্থা করেছে। আজকে আমরা বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার নিয়ে আলোচনা করবো।
বিকাশের হেল্পলাইন নাম্বার | বিকাশ হেল্প লাইন | বিকাশ ভবন হেল্পলাইন নম্বর
বিকাশ হেল্পলাইন নাম্বার হলো ১৬২৪৭ অথবা ০২-৫৫৬৬৩০০১। আপনি জিপি, বাংলালিংক, এয়ারটেল, রবি, টেলিটক কিংবা টিএনটি যেকোনো অপারেটরের মাধ্যমে কথা বলতে পারবেন। তাছাড়া আপনি এই লিংকে ক্লিক করে বিকাশের লাইভ চ্যাটে একদম ফ্রিতে কথা বলতে পারবেন। তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় খুব জটিল সমস্যায় পরে থাকেন। সেক্ষেত্রে আমরা আপনাকে সরাসরি বিকাশের কাস্টমার সাপোর্ট পাওয়ার পদ্ধতি সম্পর্কে অবগত করবো।
বিকাশ হেল্পলাইন চ্যাট | বিকাশ লাইভ চ্যাট | বিকাশে লাইভ চ্যাট
বিকাশে লাইভ চ্যাট এর মাধ্যমে কথা বলার জন্য এই লিংকে ক্লিক করুন। এই লিংকে ক্লিক করার পর আপনি বিকাশের লাইভ চ্যাট ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এবার আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন আপনার সামনে বিকাশ লাইভ চ্যাট এর একটি উইন্ডো চলে আসবে। এই চ্যাট বক্সে আপনার সমস্যাটি লিখে জানালে বিকাশের একজন প্রতিনিধি দ্রুত আপনাকে রিপ্লাই দিবেন। আশা করি বিষয়টি আপনাদেরকে বুঝাতে পেরেছি।
বিকাশ লাইভ চ্যাট কিভাবে করব
বিকাশ লাইভ চ্যাট করার জন্য প্রথমে এই লিংকে ক্লিক করুন। বিকাশ লাইভ চ্যাট ওয়েবসাইটে যাওয়ার পর কিছুক্ষন অপেক্ষা করবেন। এবার আপনার সামনে ফেসবুক মেসেঞ্জার এর মত একটি চ্যাট উইন্ডো চলে আসবে। এখানে আপনি নিজের সমস্যাটি মেসেজ এর মাধ্যমে বিকাশ টিমকে জানাবেন। বিকাশের পক্ষ থেকে একজন প্রতিনিধি আপনার সাথে যুক্ত হবে এবং আপনার সমস্যাটি মনোযোগ দিয়ে শুনবেন। এই পুরো প্রক্রিয়াটি মেসেজের মাধ্যমে করতে হবে।
যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যার সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত চ্যাট উইন্ডো ক্লোজ করবেন না। চ্যাট উইন্ডোটি ক্লোজ হয়ে গেলে পূর্বের ম্যাসেজগুলো রিমুভ হয়ে যাবে। তাছাড়া জরুরী প্রয়োজনে আপনি নিকটবর্তী কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টারে যেতে পারেন।
বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার | বিকাশের অফিসের নাম্বার | বিকাশের হট লাইন নাম্বার
বিকাশের কাস্টমার কেয়ার নাম্বার হলো ১৬২৪৭। বর্তমানে বিকাশের একটি মাত্র কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে। অনেকেই তাদের এলাকাভিত্তিক কাস্টমার কেয়ার নাম্বার চেয়ে থাকেন। তবে সেটি বর্তমানে নেই। এই একটি মাত্র নাম্বারে ফোন করলে আপনি বিকাশের যেকোনো প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারবেন।
বাংলাদেশের সকল বিভাগে বিকাশের গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে। এসকল কেন্দ্র থেকে বিকাশ সংক্রান্ত যেকোনো সার্ভিস নিতে পারবেন এবং আপনার সমস্যার সমধান এখানেই পেয়ে যাবেন। তাছাড়া আপনি চাইলে বিকাশের ফেসবুক পেজে ম্যাসেজ দিতে পারেন। সেখানেও তারা বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকেন।
বিকাশ কাস্টমার কেয়ার কোথায় | বিকাশ হেল্প সেন্টার | বিকাশের হেড অফিস কোথায়
বিকাশ কাস্টমার কেয়ার বাংলাদেশের প্রায় ১৭টি জায়গাতে রয়েছে। তাছাড়া শুধুমাত্র ঢাকার মধ্যে তাদের ৩টি গ্রাহক সেবা কেন্দ্র আছে। বিকাশ সংক্রান্ত যেকোনো বিষয়ে আপনি এখানে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া আপনি বিকাশ একাউন্ট খুলতে চাইলেও এখানে এসে সেটি করতে পারবেন।
বিকাশের হেড অফিস হলো স্বাধীনতা টাওয়ার, ১ বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা -১২০৬ এলাকায়। তাছাড়া তাদের বাণিজ্যিক অফস হচ্ছে এসকেএস টাওয়ার, ৭ ভি আই পি রোড, মহাখালী, ঢাকা-১২০৬ এরিয়াতে।
এখন আমরা বিকাশে সকল কাস্টমার কেয়ার সেন্টার সম্পর্কে জানাবো। নিচের ছকে আপনি বিকাশের সমস্ত কাস্টমার কেয়ার সেন্টার সম্পর্কে ধারণা পেয়ে যাবেন।
গ্রাহক সেবা কেন্দ্র | পূর্ণাঙ্গ ঠিকানা | সার্ভিসের সময়সূচী |
---|---|---|
ঢাকা মহাখালী | এসকেএস টাওয়ার, নীচ তলা, ৭ ভি আই পি রোড, মহাখালী, ঢাকা-১২০৬ | সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা |
ঢাকা বাংলামোটর | নাসির ট্রেড সেন্টার, দ্বিতীয় তলা, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক, ঢাকা-১২০৫ | |
ঢাকা যাত্রাবাড়ী | রোহামা কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, ৩১৪/এ/৬ (যাত্রাবাড়ী বড় মাদ্রাসা রোড), দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪ | |
গাজীপুর | বাতেন ভবন, দ্বিতীয় তলা, ৪৯৪ বশির সড়ক, জয়দেবপুর, গাজীপুর | |
টাঙ্গাইল | বাছেদ খান টাওয়ার, দ্বিতীয় তলা, হোল্ডিং নং ০১১৭-০০, ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল | |
ময়মনসিংহ | রিভার এজ, দ্বিতীয় তলা, ১০/এ, বিশ্বেশরী দেবী রোড, ময়মনসিংহ | |
চট্টগ্রাম আগ্রাবাদ | আগ্রাবাদ সেন্টার, ২৪৭০/এ, চৌমুহনী, নিচ তলা, শেখ মুজিব রোড, চট্টগ্রাম | |
চট্টগ্রাম মুরাদপুর | ইসলাম টাওয়ার, নীচতলা, ৫৯ সিডিএ এভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম | |
সিলেট | জে আর টাওয়ার, দ্বিতীয় তলা, ২৩ আবাস, জেল রোড, সিলেট- ৩১০০ | |
খুলনা | ইসরাক প্লাজা, দ্বিতীয় তলা, প্লটঃ ৪৩-৪৪, মজিদ সরণী, শিব বাড়ী মোড়, খুলনা | |
বরিশাল | রহমত মঞ্জিল কমপ্লেক্স, দ্বিতীয় তলা, গোরাচাঁদ দাস রোড, বটতলা, বরিশাল | |
রংপুর | এ জেড টাওয়ার, দ্বিতীয় তলা, ৩৪-৩৫ ষ্টেশন রোড, রংপুর সদর, রংপুর | |
বগুড়া | ৩২৪ ঝাউতলা, বড়গোলা, কাজী নজরুল ইসলাম রোড, বগুড়া সদর, বগুড়া | |
রাজশাহী | ৬১ চাঁদ সন্স শপিং কমপ্লেক্স, দ্বিতীয় তলা, নিউ মার্কেট, বোয়ালিয়া, রাজশাহী | |
যশোর | হাসান ম্যানশন, দ্বিতীয় তলা, এম এম আলি রোড, মাইক পট্টি, যশোর | |
কুমিল্লা | রয় কমপ্লেক্স, নীচ তলা, ১১৫/২ নজরুল এভিনিউ, কান্দিরপাড়, কুমিল্লা | |
ফরিদপুর | এ এম টাওয়ার, ৩২/১/এ, দ্বিতীয় তলা, চন্দ্রকান্ত রোড, ওয়েস্ট এন্ড পাড়া, গোয়ালচামট, ফরিদপুর - ৭৮০০ |
বিকাশ কাস্টমার কেয়ার ফোন নাম্বার | বিকাশ কাস্টমার কেয়ার মোবাইল নাম্বার
বিকাশ কাস্টমার কেয়ার ফোন নাম্বার হলো ০২-৫৫৬৬৩০০১ এবং বিকাশ কাস্টমার কেয়ার মোবাইল নাম্বার হলো ১৬২৪৭। এই দুইটি নম্বরে আপনি ফোন দিলে বিকাশের একজন প্রতিনিধি আপনার সাথে দ্রুততম সময়ের মধ্যে যোগাযোগ স্থাপন করবেন এবং আপনার সমস্যার সমাধান দিবেন। আশা করি আপনাকে বিকাশের হেল্পলাইন সংক্রান্ত সমস্ত তথ্য দিতে পেরেছি।
শেষ কথা - বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার
আমরা এখানে বিকাশের হেল্পলাইন নাম্বার, বিকাশের কাস্টমার কেয়ার নাম্বার ও ঠিকানা, বিকাশের লাইভ চ্যাট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি এখান থেকে আপনি প্রয়োজনীয় সকল তথ্য পেয়ে গেছেন। ভবিষ্যতে মোবাইল ব্যাংকিং সম্পর্কে এমন আরও তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। বিকাশ সংক্রান্ত আপনার যেকোনো প্রশ্ন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।
0 জন কমেন্ট করেছেন
দয়া করে কমেন্ট নীতিমালা পড়ুন