মুক্তিযুদ্ধ থেকে সর্বাধিক আসা ২৫ প্রশ্ন
মুক্তিযুদ্ধ থেকে মেডিকেল,
বিশ্ববিদ্যালয় ও বিসিএসে সর্বাধিকবার আসা ২৫টি সাধারণ জ্ঞান প্রশ্ন। ২৫টির মধ্যে ৩টি
প্রশ্ন নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন। সেগুলোর নির্ভুল ও সঠিক ব্যাখ্যা ফুটনোটে দেওয়া
হয়েছে।
01. মুক্তিযুদ্ধের
সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? - ১১টি
02. মুজিবনগর
সরকার কবে গঠিত হয়?- ১০ এপ্রিল, ১৯৭১
03. বাংলাদেশের
প্রথম প্রধানমন্ত্রী কে?- তাজউদ্দীন আহমেদ
04. মুক্তিযুদ্ধের
সময় নৌ-কমান্ড কোন সেক্টরের অধীনে ছিল?- ১০ নং সেক্টর
05. মুক্তিযুদ্ধের
সময় মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল? – ৮ নং সেক্টর
06. ১৯৭১
সালের ২৫শে মার্চ পাকিস্তানি সাময়িক বাহিনীর পরিচালিত অভিযানের নাম কী? – অপারেশন সার্চ
লাইট
07. ১০
এপ্রিল, ১৯৭১ প্রবাসী সরকারের ঘোষণাপত্র কে পাঠ করেন? – অধ্যাপক ইউসুফ আলী[১]
08. আনুষ্ঠানিক
ভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় করে? – ১০ এপ্রিল, ১৯৭১
09. বাংলাদেশের
প্রধান সেনাপতি কে ছিলেন? – জেনারেল আতাউর গণি ওসমানী
10. স্বাধীনতা
যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারীদ্বয়ের নাম কী? – তারামন বিবি ও সেতারা বেগম (১৪
বার এসেছে)
11. স্বাধীনতা
যুদ্ধে বীরপ্রতীক খেতাব লাভ করেন কত জন? – ৪২৬ জন[২]
12. বাংলাদেশের
মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা কে? – আলমগীর
কবির
13. ‘অপরাজেয়
বাংলার’ ভাস্কর – সৈয়দ আবদুল্লাহ খালেদ
14. পাক
বাহিনীর আত্নসমর্পণের সময় মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব কে করেছিলেন? – এ.কে. খন্দকার
15. মুক্তিযুদ্ধের
স্মারক শিখা চিরন্তন কোথায় অবস্থিত – সোহরাওয়ার্দী উদ্যান
16. সাবাশ
বাংলাদেশ (রাজশাহীতে) ভাস্কর্যের ভাস্কর কে? – নিতুন কুণ্ডু
17. কোন
ম্যাগাজিন বঙ্গবন্ধুকে রাজনীতির কবি আখ্যা দেন? – নিউজ উইক
18. বাংলাদেশের
সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব কোনটি? – বীরশ্রেষ্ঠ
19. বাংলাদেশকে
প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? – ভুটান (১৬ বার এসেছে)
20. আগরতলা
ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয় কত সালে? – ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯
21. যে
আরব দেশ বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় – ইরাক (১১ বার এসেছে)
22. জাতীয়
স্বৃতিসৌধের স্থপতি কে? – সৈয়দ মইনুল হোসেন
23. জাতীয়
স্বৃতিসৌধের উচ্চতা কত? – ৪৬.৫ মিটার
24. মুজিবনগর
স্বৃতিসৌধের স্থপতি কে? – তানভীর করিম
25. জাতির
জনক শেখ মুজিবুর রহমানকে কত সালে “বঙ্গবন্ধু” উপাধিতে ভূষিত করা হয়? – ২৩ ফেব্রুয়ারি,
১৯৬৯
ফুটনোটঃ ১. প্রবাসী সরকারের ঘোষণাপত্র
বলতে মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র বুঝানো হয়েছে। উল্লেখ্য মুজিবনগর সরকারের
শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান এবং শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ
আলী। স্বাধীনতার ঘোষণাপত্রও অধ্যাপক ইউসুফ আলী পাঠ করেন।
২. বীর প্রতীকের সংখ্যা ৪২৬ জন, বীর বিক্রম ১৭৫ জন, বীরশ্রেষ্ঠ ৭ জন। এখানে ঝামেলা হয় বীর উত্তম ৬৯ জন বা ৬৮ জন এটা নিয়ে। অনেক সাধারণ জ্ঞানের বইয়ে ৬৯ জন দেওয়া থাকলেও বিভিন্ন চাকুরির পরীক্ষায় অপশনেই ৬৯ ছিল না। সর্বশেষ ২০১০ সালে ব্রি.জে. জামিলকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়। কিন্তু মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কোন তালিকায় তাঁর নাম এখন পর্যন্ত আসেনি। তাই সঠিক সংখ্যা ৬৮ জনই হবে। তালিকার লিংকঃ ২০১৫, ২০১৩। দুঃখিত তালিকাটি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। নতুন তালিকা দেওয়া মাত্র আমরা যুক্ত করে দিবো।