পটেনশিয়াল আইটি https://www.potentialit.xyz/2022/03/nagad-account-dekhar-niyom.html

নগদ একাউন্ট দেখার নিয়ম, ব্যালেন্স দেখার উপায় ও কোড ২০২৩

নগদ একাউন্ট দেখার নিয়ম অনেকেই জানতে চেয়েছেন যা আজকের পোস্টে তুলে ধরা হয়েছে। নগদ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ব্যাংকিং অ্যাপ। 
নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ ব্যবহার করে আপনি কম খরচে ক্যাশ আউট, সেন্ড মানি, বিল পে করতে পারবেন। তাছাড়া নগদে বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষেত্রে কোন চার্জ লাগে না। 

নগদ একাউন্ট দেখার নিয়ম 

বর্তমানে ক্রমে ক্রমে নগদ বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং পরিষেবায় পরিণত হয়েছে। বিকাশ, রকেট ও উপায় এর বাইরে আলাদা সুযোগ সুবিধার জন্য নগদকে বেছে নিয়েছেন গ্রাহকরা। তাই আজকে আমরা নগদ একাউন্ট দেখার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আমাদের আলোচনার বিষয়বস্তু উপরের সূচিপত্রে উল্লেখ করা আছে। 

নগদে টাকা দেখার নিয়ম | নগদ একাউন্টের ব্যালেন্স দেখার নিয়ম

নগদে টাকা দেখার দুইটি নিয়ম রয়েছে একটি হলো ইউএসএসডি কোড ব্যবহার করে টাকা দেখা এবং অন্যটি হলো অ্যাপের মাধ্যমে টাকা দেখা। আমরা দুইটি নিয়ম সম্পর্কে আপনাদেরকে বলবো। 

USSD কোডের মাধ্যমে টাকা দেখার জন্য *১৬৭# ডায়াল করবেন। আপনি যে নাম্বার থেকে নগদ একাউন্ট খুলেছেন সেই নাম্বার থেকে ডায়াল করতে হবে। এরপর ৭ টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করবেন। ব্যস আপনার নগদ ব্যালেন্স দেখতে পাবেন। বলে রাখা ভালো নগদে ব্যালেন্স চেক করতে কোন চার্জ কাটে না। 

নগদ অ্যাপের মাধ্যমে ব্যালেন্স চেক করার জন্য প্রথমে আপনাকে ৪ ডিজিটের পিন কোড ডায়াল করে নগদ অ্যাপে লগ  ইন করতে হবে। এখন অ্যাপের একদম উপরে "Tap for Balance" লেখা বাটনে ক্লিক করবেন। তাহলেই আপনার নগদ একাউন্টের ব্যালেন্স চেক দেখতে পারবেন। 

নগদ একাউন্ট দেখার নিয়ম ও কোড

নগদ একাউন্ট দেখার ২ টি নিয়ম। একটি হলো ইউএসএসডি কোড (*১৬৭#) ডায়াল করতে নগদ একাউন্ট দেখা এবং অন্যটি হলো Nagad App এর মাধ্যমে একাউন্ট দেখা। আমরা দুইটি নিয়মই আপনাদের সাথে আলোচনা করবো। 

*167# ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম | নগদ একাউন্ট কোড *167#

আপনি যদি নগদ মোবাইল ব্যাংকিং এর গ্রাহক হয়ে থাকনে তাহলে নিচের টেবিলটি অনুসরণ করে খুব সহজেই *১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট দেখার উপায় বুঝতে পারবেন। এখানে আমরা *১৬৭# ডায়াল করার পর যে সকল অপশন আসে সবগুলো বিস্তৃত আকারে তুলে ধরেছি। 
অপশন নং বৈশিষ্ট্য কাজ
ক্যাশ আউটনগদে বাটন ফোন থেকে ক্যাশ আউট করতে চাইলে এই অপশনটি ব্যবহার করবেন। অন্যান্য ফোনের ক্ষেত্রেও এটি কার্যকর।
সেন্ড মানিআপনার নগদ একাউন্ট থেকে অন্য কারো নগদ একাউন্টে টাকা পাঠানোর জন্য এটি ব্যবহার করবেন।
মোবাইল রিচার্জমোবাইলে টপআপ বা ফ্লেক্সিলোড করার জন্য
পেমেন্টমার্চেন্ট পে করার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। কোন শো রুম বা দোকানে টাকা পেমেন্টের ক্ষেত্রে এই অপশনটি ব্যবহার করবেন।
বিল পে বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন সহ অন্যান্য অনেক সেবা সংস্থার বিল নগদের মাধ্যমে দেওয়া যায়।
স্বাধীন পেকোন দাতব্য সংস্থাকে অনুদান দিতে চাইলে
মাই নগদ নিজের নগস একাউন্টের ব্যালেন্স চেক করতে
পিন রিসেটনগদ একাউন্টের পিন ভুলে গেলে কিংবা একাউন্ট লক হলে
*১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম

Nagad App দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম | নগদ অ্যাপের ব্যবহার

নগদ অ্যাপ দিয়ে একাউন্ট দেখার নিয়ম খুবই সহজ কাজ। প্রথমেই আপনি ৪ ডিজিটের পিন নম্বর দিয়ে নগদ অ্যাপের ভিতরে প্রবেশ করুন। এবার আপনি নিচের ছবির মত দৃশ্য দেখতে পাবেন। 
Nagad App দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ অ্যাপ এর ভিতরে যাওয়ার পরে আপনি দুইটি সেকশন দেখতে পাবেন। একটি হচ্ছে সার্ভিস সেকশন এবং অন্যটি হলো পেমেন্ট সেকশন। নগদ সার্ভিস সেকশনের মধ্যে রয়েছেঃ
  • সেন্ড মানিঃ আপনার নগদ একাউন্ট থেকে অন্য কারো নগদ একাউন্টে টাকা পাঠানোর জন্য এটি ব্যবহার করবেন।
  • ক্যাশ আউটঃ নগদে বাটন ফোন থেকে ক্যাশ আউট করতে চাইলে এই অপশনটি ব্যবহার করবেন। অন্যান্য ফোনের ক্ষেত্রেও এটি কার্যকর।
  • মোবাইল রিচার্জঃ মোবাইলে টপআপ বা ফ্লেক্সিলোড করার ক্ষেত্রে।
  • অ্যাড মানিঃ ব্যাংক কিংবা কার্ড থেকে টাকা এড করার জন্য। 
  • ট্রান্সফার মানিঃ নগদ একাউন্ট থেকে ব্যাংকে বা কার্ডের টাকা পাঠাতে চাইলে। 
  • ইন্স্যুরেন্সঃ এটির মাধ্যমে এখন পর্যন্ত গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স পরিচালনা করা যায়। তবে বিস্তারিত না বললে বুঝবেন না। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে চাইলে পোস্টে কমেন্ট করে জানান।  
নগদ পেমেন্ট সেকশন এর আওতায় রয়েছেঃ
  • মার্চেন্ট পেঃ কোন দোকান কিংবা শো রুমে পেমেন্ট করার ক্ষেত্রে এটি কাজে লাগবে। তবে উক্ত দোকানে নগদ মার্চেন্ট একাউন্ট থাকতে হবে। নগদ মার্চেন্ট একাউন্ট করার জন্য ট্রেড লাইসেন্স লাগে। কাজেই অপরিচিত দোকানে অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে মার্চেন্ট নাম্বারে পেমেন্ট করা নিরাপদ।
  • বিল পেঃ বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, ব্যাংক, ইন্স্যুরেন্স, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধরণের পেমেন্ট এই অপশন থেকে প্রদান করা যাবে। 
  • ইএমআই কালেকশনঃ এটি কোন স্বেচ্ছাসেবী সংস্থাতে মাসিক, সাপ্তাহিক কিংবা নির্ধারিত চাঁদা দেওয়ার জন্য। এখানে শুধুমাত্র তাদের সদস্যরাই চাঁদা দিতে পারে। 
  • ডোনেশনঃ এটি বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান দেওয়ার জন্য। আপনি এই সকল প্রতিষ্ঠানের কর্মী না হলেও এখানে অনুদান পাঠাতে পারবেন। 

নগদে উপবৃত্তি টাকা দেখার নিয়ম

নগদে উপবৃত্তির টাকা দেখার জন্য আপনাকে স্টেটমেন্ট চেক করতে হবে। তাছাড়া প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা আপনার নগদ একাউন্টে আসলে আপনার কাছে একটি মেসেজ আসবে। এছাড়া বাটন ফোনে উপবৃত্তির টাকা দেখার জন্য আপনাকে *১৬৭# ডায়াল করে স্টেটমেন্ট চেক করতে হবে। 

বর্তমানে সরকার উপবৃত্তির টাকা নগদ একাউন্টের মাধ্যমে পাঠিয়ে থাকে। ফলে আপনি খুব সহজেই উপবৃত্তির টাকা আপনার নগদ একাউন্টে পেয়ে যাচ্ছেন। 

*167# ডায়াল করে নগদ স্টেটমেন্ট দেখার নিয়ম

*১৬৭# ডায়াল করে নগদ একাউন্টের স্টেটমেন্ট চেক করার জন্য আপনাকে নিম্নবর্ণিত পদ্ধতি অনুসরণ করতে হবে। 
  • প্রথমে মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে *১৬৭# লিখে সেন্ড করুন। 
  • এরপর একটি নতুন উইন্ডো চলে আসবে। এখানে ৭ টাইপ করে সেন্ড করবেন।
  • এখন "Mini Statement" এর পাশের সংখ্যাটি (২) লিখে সেন্ড করবেন। 
  • এখন আপনার নগদ একাউন্টের পিন কোডটি লিখে সেন্ড বাটনে চাপ দিবেন। 
  • এবার আপনার নগদ একাউন্টের স্টেটমেন্ট দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন।  

নগদ অ্যাপ দিয়ে স্টেটমেন্ট দেখার নিয়ম

আপনার নগদ একাউন্টে লগ ইন করার পর ফুটারে ৪টি অপশন দেখতে পারবেন। এখানে ফুটার বলতে একাউন্টের একদম নিচে একটি বার রয়েছে যেখানে Home (হোম), লেনদেন (Transaction), Contacts, My Nagad অপশন রয়েছে। 

এখান থেকে আপনি লেনদেনে ক্লিক করবেন। তাহলে আপনার বিগত ৩ মাসের সকল ধরণের লেনদেনের বিবরণী দেখতে পারবেন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। 
কিভাবে নগদ একাউন্ট টাইপ চেঞ্জ (ইসলামিক) করবো?

নগদ একাউন্টের পিন ভুলে গেলে কি করবেন?

নগদ একাউন্টের পিন ভুলে গেলে আপনি *১৬৭# কিংবা নগদ কাস্টমার কেয়ারে কথা বলে পিন রিসেট করতে পারবেন। নগদ একাউন্টের পিন ভুলে গেলে করণীয় বিষয়ে ইতোপূর্বে আমরা একটি পোস্ট করেছি। সেখানে যেহেতু নগদ একাউন্টের পিন ভুলে গেলে করণীয় সম্পর্কে বিস্তারিত পোস্ট করেছি তাই এখানে সেটি আর উল্লেখ করবো না। 

নগদ পিন কিভাবে পরিবর্তন করবো?

*১৬৭# ডায়াল অথবা ১৬১৬৭ নাম্বারে কল করে নগদ একাউন্টের পিন পরিবর্তন করতে পারবেন। এটি ছাড়া নগদ একাউন্টের পিন পরিবর্তন করার জন্য কোন উপায় নেই। পিন পরিবর্তনের জন্য আপনাকে প্রয়োজনীয় তথ্যাদি প্রেরণ করতে হবে। এই লিংকে ক্লিক করে আপনি নগদ একাউন্টের পিন পরিবর্তন সম্পর্কে জানতে পারবেন। 

নগদ লেনদেন সীমা বা একাউন্ট লিমিট

নগদ একাউন্ট লিমিট প্রায় বিকাশের মতই। তবে অনেকেই আছেন যারা বিকাশের লিমিট সম্পর্কে জানেন না। তাদের জন্য এখানে শেয়ার করছি। 
নগদ লেনদেন লিমিট
  • প্রতিদিন আপনি ৫০ বার সেন্ড মানি করতে পারবেন এবং একদিনে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানি করা যাবে। 
  • প্রতিদিন সর্বোচ্চ ৫ বার ক্যাশ আউট করতে পারবেন এবং একদিনে সর্বোচ্চ ২৫০০০ টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন। 
  • প্রতিদিন ৫০ বার মোবাইল রিচার্জ করতে পারবেন এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ করা যাবে। 
  • প্রতিদিন সর্বোচ্চ ৫ বার ক্যাশ ইন করা যাবে এবং 30 হাজার টাকা পর্যন্ত ক্যাশ ইন করতে পারবেন। 
নিচের ছবিটি দেখে নগদ লিমিট সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। 

নগদ একাউন্ট থেকে টাকা তোলার পদ্ধতি

আপনার নকল অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের জন্য নিকটবর্তী উদ্যোক্তা কিংবা নগদ এজেন্ট দোকানে যেতে হবে। সেখানে কে আপনি *১৬৭# ডায়াল করে অথবা অ্যাপের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। 

নগদ কোড ব্যবহার করে নগদ থেকে টাকা তোলার নিয়ম

নগদ ক্যাশ আউট করার উপায় হলোঃ 
  • *১৬৭# ডায়াল করুন এবং ক্যাশ আউট লেখার পাশের সংখ্যা টাইপ করুন। 
  • এবার নগদ উদ্যোক্তা নাম্বারটি টাইপ করুন এবং সেন্ড বাটনে ক্লিক করুন। 
  • আপনার ক্যাশ আউট এর পরিমাণ লিখুন এবং সেন্ড বাটনে চাপ দিন। 
  • এবার আপনার নগদ পিন নাম্বারটি টাইপ করুন এবং সেন্ড করুন। 
  • আপনাকে সম্পূর্ণ হল একটি কনফার্মেশন মেসেজ পাবেন। 

মোবাইল অ্যাপ দিয়ে নগদ একাউন্ট থেকে টাকা তোলার নিয়ম

নগদ ক্যাশ আউট করার উপায় হলোঃ 
  • নগদ মোবাইল অ্যাপ লগইন করে "Cash Out" অপশনটি সিলেক্ট করুন। 
  • এবার উদ্যোক্তা নাম্বারটি টাইপ করুন অথবা কিউআর কোড স্ক্যান করুন। 
  • আপনার ক্যাশ আউট এর পরিমাণ লিখুন। 
  • নগদ পিন কোড টাইপ করে পরবর্তী ধাপে যান। 
  • এবার নিচের নগদ আইকন চাপ দিয়ে ধরে রাখুন।
  • ক্যাশ আউট সম্পূর্ণ হল একটি নোটিফিকেশন পাবেন। 

নগদ একাউন্ট বন্ধ করার উপায়

নগদ একাউন্ট বন্ধ করতে চাইলে আপনাকে ১৬১৬৭ নাম্বারে ফোন দিয়ে কাস্টমার কেয়ারে কথা বলতে হবে। তাছাড়া আপনি সরাসরি নগদ কাস্টমার কেয়ারে গিয়ে নগদ একাউন্ট বন্ধ করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে যেকোনো সময় নগদ একাউন্ট নম্বর চেঞ্জ করতে পারবেন। 

নগদ একাউন্ট ডিলিট করার জন্য আপনার একাউন্ট যে এনআইডি (মূল কপি) দিয়ে খোলা হয়েছে সেটি সাথে রাখতে হবে। এনআইডি কার্ডের সাথে আপনার নগদ একাউন্ট যে সিম দিয়ে খোলা সেটি সাথে নিয়ে যেতে হবে। 

নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার নাম্বার

নিচে আমরা নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার নাম্বার শেয়ার করা হলোঃ 
  • নগদ হেল্পলাইন নাম্বার হচ্ছে ১৬১৬৭ এবং ০৯৬০৯৬১৬১৬৭
  • নগদ ইমেইল এড্রেস হলো info@nagad.com.bd
  • নগদ ওয়েবসাইট এড্রেস হলো nagad.com.bd

শেষ - নগদ একাউন্ট দেখার নিয়ম

নগদ একাউন্ট দেখার নিয়ম আমরা খুব বিস্তৃত আকারে তুলে ধরেছি। আপনারা এটি পড়ে যদি কোন অংশে সমস্যা বা অস্পষ্টতা মনে করেন তবে কমেন্ট করে জানাবেন। আমরা ভিজিটরদের কমেন্টের রিপ্লাই খুব দ্রুত দিয়ে থাকি। 

বন্ধুদের সাথে শেয়ার করুন

এখনি কমেন্ট করুন

4 জন কমেন্ট করেছেন

দয়া করে কমেন্ট নীতিমালা পড়ুন emoji

  1. আসন্ন ঈদে নগদে কোন কোন সুপার শপে ক্যাশ ব্যাক অফার আছে ভাই?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এই জাতীয় অফার প্রতিনিয়ম চেঞ্জ হয়। আপনি নগদের মূল ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন। বর্তমানে এপেক্স, যাত্রী, ওভাই, রকমারি ইত্যাদি সাইটে অফার আছে। ফিউচার অফার জানতে https://nagad.com.bd/campaigns এই লিংকে ভিজিট করতে হবে।

      মুছুন
  2. ফুডপান্ডাতে নগদ থেকে পেমেন্ট করলে কোন অফার আছে কি?
    নগদ থেকে কোন ট্র্যাভেল এজেন্সিতে পেমেন্ট করার ক্ষেত্রে অফার আছে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার সময় পর্যন্ত ফুডপান্ডা এখন অবধি নগদের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে না। শুধুমাত্র বিকাশের মাধ্যমে ফুডপান্ডায় পেমেন্ট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন।

      মুছুন

পটেনশিয়াল আইটি কী?